BCCI: হার্দিকের জন্য পৃথক নিয়ম কেন? BCCI-র চুক্তি নিয়ে বিস্ফোরক ইরফান পাঠান

People's Reporter: সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ৭ জন তারকা ক্রিকেটার।
হার্দিক পাণ্ডিয়া
হার্দিক পাণ্ডিয়াছবি - সংগৃহীত

বিসিসিআই-র বার্ষিক চুক্তি থেকে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণ বাদ পড়ার পর থেকেই হার্দিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেন, দোষ করলে বাচাই করে শাস্তি দেওয়া উচিত নয়।

সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ৭ জন তারকা ক্রিকেটার। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, বিসিসিআই-র সাথে চুক্তিবদ্ধ হতে গেলে সেই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। তাঁরা যদি জাতীয় দলের ক্রিকেটার না হন তাহলে এই নিয়ম পালন করা বাধ্যতামূলক। রঞ্জি ট্রফিতে অংশ নিতেই হবে। অংশ না নিলে চুক্তি করা হবে না। এমনকি জাতীয় দল থেকে বাইরে থাকা ক্রিকেটারদেরও রঞ্জি খেলার নির্দেশ দিয়েছিলেন জয় শাহ।

সেই নির্দেশ অমান্য করেছেন শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ দু'জনেই। একইভাবে রঞ্জি খেলেননি হার্দিক পাণ্ডিয়াও। এখানেই অনেকের প্রশ্ন তাহলে হার্দিকের সাথে কীভাবে চুক্তি করলো বোর্ড? ইরফান পাঠান নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “শ্রেয়াস এবং ঈশান দু’জনেই প্রতিভাবান ক্রিকেটার। আমি আশা করছি ওরা শক্তিশালী হয়ে ফিরে আসবে। যদি হার্দিকের মতো ক্রিকেটার লাল বলের ক্রিকেট খেলতে না চায় তা হলে জাতীয় দলের ম্যাচ না থাকার সময় তাদেরও কি ঘরোয়া ক্রিকেট খেলতে হবে? যদি এই নিয়ম সবার ক্ষেত্রে এক না হয় তাহলে কিন্তু ফল পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেটের জন্যও সেটা ভালো নয়।"

তবে সূত্র মারফত জানা যাচ্ছে, হার্দিক চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। নিজেকে ফিট করে তোলার জন্য নিয়মিত জিম করতেন তিনি। চোট থাকার কারণেই হয়তো পুনরায় হার্দিকের সাথে চুক্তি করেছে বোর্ড।

হার্দিক পাণ্ডিয়া
BCCI: শুধু শ্রেয়াস-ঈশান নন, বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ আরও ৫ তারকা ক্রিকেটার!
হার্দিক পাণ্ডিয়া
ISL 2023-24: ১২ বছর পরে একটা ট্রফি পেয়েছে সেটাও রেফারির ভুলে - ইস্টবেঙ্গলকে কটাক্ষ লোবেরার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in