Asia Cup: কোথায় কবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, জানেন?

চলতি বছরের ১ থেকে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে।
এশিয়া কাপ
এশিয়া কাপছবি - সংগৃহীত
Published on

এশিয়া কাপ আয়োজিত হবে কোথায়? তা নিয়ে জল্পনা লেগেই রয়েছে। এখনও এবিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শীঘ্রই ঘোষণা হতে পারে এশিয়া কাপের সময়সূচি। চলতি আইপিএলের ফাইনালের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

সর্বভারতীয় এক সংবাদসংস্থায় জয় শাহ জানিয়েছেন, "এখনও পর্যন্ত, এশিয়া কাপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় ব্যক্তিরা আইপিএল ফাইনাল দেখতে আসছেন। এইসময় আমরা একটি আলোচনা করব এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

এই বছরের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতীয় ক্রিকেট দল কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া প্রতিবেশী দেশে যাবে না। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করার দাবি জানিয়েছে বিসিসিআই। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি 'হাইব্রিড মডেল' প্রস্তাব করেছেন এবিষয়ে।

এসিসি সূত্র থেকে জানা গিয়েছে, শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তান পাকিস্তানে চারটি প্রাথমিক ম্যাচ খেলবে এবং ভারত তার সমস্ত খেলা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এটি একটি সম্ভাব্য সমাধানের মতো দেখাচ্ছে যদিও এসিসি কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেয়নি। চলতি বছরের ১ থেকে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে।

এশিয়া কাপ
IPL 2023: প্রতি ডট বলের জন্য ৫০০ টি চারাগাছ রোপণ! নতুন উদ্যোগ BCCI-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in