IPL 2023: প্রতি ডট বলের জন্য ৫০০ টি চারাগাছ রোপণ! নতুন উদ্যোগ BCCI-র

গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যেকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মোট ৮৪ টি ডট বল হয়েছে। যার অর্থ এই ম্যাচের জন্য ৪২,০০০ গাছ লাগাবে বিসিসিআই।
নতুন উদ্যোগ BCCI-র
নতুন উদ্যোগ BCCI-রফাইল চিত্র

পরিবেশ রক্ষায় এক নতুন উদ্যোগ নিল বিসিসিআই। চলতি আইপিএলের প্লে অফের প্রথম ম্যাচ খেলা হয়ে গিয়েছে। গুজরাট টাইটানসকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ধোনির সিএসকে। আজ প্রথম এলিমিনেটর খেলতে নামছে মুম্বই এবং লখনউ। বুধবার, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন প্লে অফে প্রতিটি ডট বলের জন্য ৫০০ টি করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যেকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মোট ৮৪ টি ডট বল হয়েছে। যার অর্থ এই ম্যাচের জন্য ৪২,০০০ গাছ লাগাবে বিসিসিআই। জয় শাহ ট্যুইট করে জানিয়েছেন - "IPL প্লেঅফে প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারা রোপণ করার জন্য টাটা কোম্পানির সাথে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। গুজরাট এবং চেন্নাইয়ের কোয়ালিফায়ার ৪২,০০০টি চারা পেয়েছে। ৮৪টি ডট বলের জন্য ধন্যবাদ। কে বলে টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা? বোলাররা, এখানে আপনাদের হাতেই সবকিছু।"

গতকাল চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় যখন ব্যাট করছিলেন, তখন স্কোর বোর্ডে একটা সময় ডট বলের পরিবর্তে গাছের ইমোটিকন/গ্রাফিক্স দেখানো হয়। যা দর্শকদের অবাক করেছিল কারণ এমনটা আগে কখনো হয়নি এবং বিসিসিআই-এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্যও দেওয়া হয়নি। ধারাভাষ্যকার সাইমন ডুল ভক্তদের সন্দেহ দূর করেন। তিনি জানান এই বিসিসিআই-এর নতুন উদ্যোগের বিষয়ে। লখনউ-মুম্বই ম্যাচের আগে জয় শাহ ট্যুইট করে নিশ্চিত করলেন এবিষয়ে।

নতুন উদ্যোগ BCCI-র
IPL 2023: বড় ধাক্কা, প্লে-অফে উঠলেও ব্রিটিশ পেসারকে দলে পাচ্ছে না লখনউ সুপার জায়ান্টস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in