IPL 2023: বড় ধাক্কা, প্লে-অফে উঠলেও ব্রিটিশ পেসারকে দলে পাচ্ছে না লখনউ সুপার জায়ান্টস

চলতি আইপিএলে শুরু থেকেই বল হাতে প্রভাব ফেলেছিলেন উড। কিন্তু তাঁকে খেলানো হয়েছিল মাত্র ৪ ম্যাচ। প্রথম ম্যাচেই দিল্লির বিপক্ষে ৫ উইকেট পান এই ব্রিটিশ পেসার।
মার্ক উড
মার্ক উডফাইল চিত্র - সংগৃহীত

এলিমিনেটরে নামার আগে বড় ধাক্কা খেলো লখনউ সুপার জায়ান্টস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগেই দেশে ফিরে গিয়েছিলেন মার্ক উড। লখনউ প্লে-অফে উঠলেও তিনি আর ফিরছেন না। তাই মুম্বইয়ের বিরুদ্ধে উডকে ছাড়াই খেলতে হবে লখনউ সুপার জায়ান্টসকে।

চলতি আইপিএলে শুরু থেকেই বল হাতে প্রভাব ফেলেছিলেন উড। কিন্তু তাঁকে খেলানো হয়েছিল মাত্র ৪ ম্যাচ। কারণ, চার বিদেশী ক্রিকেটারের বেশি খেলানো যায় না। এই চার ম্যাচে তিনি নিয়েছেন ১১ টি উইকেট। প্রথম ম্যাচেই দিল্লির বিপক্ষে ৫ উইকেট পান এই ব্রিটিশ পেসার। বুধবার রোহিত শর্মাদের বিপক্ষে প্লে অফের প্রথম এলিমিনেটরে খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস।

চলতি আসরে চোট সমস্যায় বেশ ভুগেছে গৌতম গম্ভীরের দল। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় দলের অধিনায়ক লোকেশ রাহুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও খেলতে পারবেন না তিনি। লখনউয়ের অধিনায়ক এখন ক্রুনাল পান্ডিয়া। দলের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা খেলেও ক্রুনালের লখনউ ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিট পাকা করেছে। তৃতীয় স্থানে শেষ করেছে তারা।

এবারের আইপিএল প্রায় শেষের পথে। গ্রুপ পর্বের খেলা শেষ। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলতে নামছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল। গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে।

আগামীকাল প্রথম এলিমিনেটরে লখনউয়ের মুখোমুখি হবে মুম্বই। এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে।

মার্ক উড
IPL 2023: অভিষেক ম্যাচে আইপিএলে ১৫ বছরের রেকর্ড ভাঙলেন জম্মু-কাশ্মীরের তরুণ ক্রিকেটার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in