

আইপিএলে ১৫ বছরের রেকর্ড ভাঙলেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার বিভ্রান্ত শর্মা।রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্সের জার্সিতে অভিষেক ঘটে বিভ্রান্তের। জম্মু-কাশ্মীরের এই ক্রিকেটার অভিষেক ম্যাচেই খেললেন ৪৭ বলে ৬৯ রানের ইনিংস। আর এই ইনিংসের সৌজন্যে আইপিএলের ১৫ বছরের ইতিহাসে ভারতীয় হিসেবে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি রান করার নজির গড়েন বিভ্রান্ত।
২০০৮ সালে জয়পুরে কেকেআর-এর বিরুদ্ধে ৬০ রান করেছিলেন রাজস্থান রয়্যালস-এর স্বপ্নিল আসনোদকার। ১৫ বছর ধরে আইপিএল অভিষেকে ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল এটি। গতকাল ওয়াংখেড়েতে এই রেকর্ড নিজের নামে করেন বিভ্রান্ত। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তথা লখনউ সুপার জায়ান্টসের বর্তমান কোচ গৌতম গম্ভীর ২০০৮ সালে আইপিএলে নিজের অভিষেক ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে রাজস্থানের বিরুদ্ধে ৫৮ রান করেছিলেন। ২০২০ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজের আইপিএল অভিষেকে আরসিবির হয়ে ৫৬ রান করেছিলেন দেবদূত পাডিক্কেল।
২০২১ সালে জম্মু-কাশ্মীরের হয়ে বিভ্রান্ত রঞ্জিতে অভিষেক করেন। এরপর তিনি বিজয় হাজারে ট্রফিতেও আট ইনিংসে ৩৯৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ-সেঞ্চুরি। গতকাল অসাধারণ পারফর্ম্যান্সের পর বিভ্রান্তকে শুভেচ্ছা বার্তা জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, "আইপিএলের প্রথম অর্ধশতরানের জন্য শুভকামনা জানাই। জম্মু ও কাশ্মীর থেকে আরও একটি তরুণ ক্রিকেটার নাম উজ্জ্বল করলো।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন