সুব্রত ভট্টাচাৰ্য, সুধীর কর্মকারদের পেছনে ফেলে বাংলা ফুটবলের মুখ হয়ে কী বললেন নবি?

রাজ্য ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার জন্য বেশ কিছু দিন আগে থেকেই কয়েকজন প্রাক্তন ফুটবলারের নাম নথিভুক্ত করা হয়েছিল। বাংলা থেকে পাঁচ ফুটবলারের এই লিস্টে নাম শোনা গিয়েছিল।
বাংলা ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রহিম নবি
বাংলা ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রহিম নবিছবি - রহিম নবির ফেসবুক আকাউন্ট

খেলোয়াড় জীবন থেকে অবসর নিলেও ফুটবল থেকে একেবারেই সড়ে যাননি বাংলার অন্যতম সেরা ফুটবলার নবি। বাংলা ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন রহিম নবি। ধারাভাষ্যকার থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞ বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার সেই নবি’কেই নতুন দায়িত্ব দেওয়া হল আইএফএ’র তরফ থেকে।

বুধবার নবি বলেন, 'আইএফএ আর আইএফএ সচিব অনির্বাণ দত্তকে ধন্যবাদ এমন একটা সম্মানের পদ দেওয়ার জন্য। বাংলা ফুটবলে অনেক নামি তারকা আছে তাঁদের মধ্যে আমাকে বাছা হয়েছে। সবসময় ফুটবলের পাশে ছিলাম আছি আর থাকব।'

কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তার মধ্যে একটি হলো, রাজ্যগুলোতে ফুটবল প্রসারের জন্য তারকা ফুটবলারদের সামনে আনা। আর রাজ্য ফুটবল গুলোতে ব্র্যান্ড অ্যাম্বাসডর কে হবেন, সেই দায়িত্ব নেয়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই কারণে রাজ্য ফুটবল সংস্থাগুলিকেই এই দায়িত্ব দেওয়া হয়।

রাজ্য ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার জন্য বেশ কিছু দিন আগে থেকেই কয়েকজন প্রাক্তন ফুটবলারের নাম নথিভুক্ত করা হয়েছিল। বাংলা থেকে পাঁচ ফুটবলারের এই লিস্টে নাম শোনা গিয়েছিল। যার মধ্যে ছিলেন অর্জুন পুরষ্কার প্রাপ্ত সুধীর কর্মকার, সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দীপক মণ্ডল ও সুব্রত পাল। কিন্তু এদের কেউই সেই দায়িত্ব পেলেন না। মনে করা হচ্ছে যুব সমাজের মুখ হিসেবেই নবিকে বেছে নেওয়া হয়েছে।

বাংলা ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রহিম নবি
UCL: বার্নাব্যুতে রিয়াল-সিটি ম্যাচ ড্র, এতিহাদে নির্ধারণ হবে ফাইনালিস্ট দল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in