UCL: বার্নাব্যুতে রিয়াল-সিটি ম্যাচ ড্র, এতিহাদে নির্ধারণ হবে ফাইনালিস্ট দল

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধ দাপটের সঙ্গে খেললো ম্যানচেস্টার সিটি। তবে গোল এলো ভিনিসিয়াস জুনিয়য়ের কাছ থেকে।
UCL: বার্নাব্যুতে রিয়াল-সিটি ম্যাচ ড্র, এতিহাদে নির্ধারণ হবে ফাইনালিস্ট দল
ছবি - ট্যুইটার

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ শেষ হল অমিমাংসীত ভাবেই। রুদ্ধশ্বাস এই ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আগেই বলেছিলেন, এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে ম্যানচেস্টারে। আর সেটাই হলো। আগামী সপ্তাহে এতিহাদে যে দল জয় পাবে, তারাই জায়গা করে নেবে ফাইনালে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধ দাপটের সঙ্গে খেললো ম্যানচেস্টার সিটি। তবে গোল এলো ভিনিসিয়াস জুনিয়য়ের কাছ থেকে। ম্যাচের ৩৬ মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গার বাড়ানো বল পেয়ে অসাধারণ নৈপুণ্যে ২৫ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা। প্রথমার্ধে এই লীড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে নামে আনচেলত্তি ব্রিগেড।

দ্বিতীয়ার্ধে সিটি আর ম্যাচের নিয়ন্ত্রণ পায়নি। এ সময়ে তারা বলের আধিপত্যও হারায় রিয়ালের কাছে। কিন্তু প্রথমার্ধে ভিনিসিয়াসদের মতো এবার ম্যাচের গতিবিধি সম্পূর্ণ উল্টে দিয়ে গোল করে বসে সিটি। ম্যাচের ৬৭ মিনিটে কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত গোলে স্বস্তি নিয়ে ফেরে পেপ গার্দিওলার দল। বক্সের বাইরে থেকে নীচু জোরালো বুলেট গতির শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন বেলজিয়াম তারকা।

আগামী ১৭ মে সিটির মাঠে দ্বিতীয় লেগের খেলায় আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই নির্ধারিত হবে ফাইনালিস্ট। আজ রাতে সান সিরোতে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে দুই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান এবং ইন্টার মিলান।

UCL: বার্নাব্যুতে রিয়াল-সিটি ম্যাচ ড্র, এতিহাদে নির্ধারণ হবে ফাইনালিস্ট দল
EPL: ওয়েস্ট হ্যামের কাছে হারলো ম্যান ইউ, নিউক্যাসলকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in