EPL: ওয়েস্ট হ্যামের কাছে হারলো ম্যান ইউ, নিউক্যাসলকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

অন্যদিকে, ম্যান ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ওয়েস্ট হ্যাম। আগের ম্যাচে ব্রাইটনের কাছেও ১-০ গোলে হারতে হয়েছিল রেড ডেভিলদের। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারলো ইউনাইটেড।
টানা দ্বিতীয় ম্যাচে হারলো ইউনাইটেড।
টানা দ্বিতীয় ম্যাচে হারলো ইউনাইটেড।ছবি - ওয়েস্ট হ্যাম ট্যুইটার

মরশুমের বেশির ভাগ সময় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সম্প্রতি স্থান হারিয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লীগে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে এখনই আশা শেষ হয়ে যায়নি গানার্সদের। গতকাল নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে মিকেল আর্তেটার দল। অন্যদিকে, প্রিমিয়ার লীগে টানা দ্বিতীয় ম্যাচ হেরে বসলো ম্যান ইউনাইটেড। শেষ চারে থেকে মরশুম শেষ করার লড়াইয়ে ধাক্কা খেলো এরিক টেন হ্যাগের দল।

৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগের টেবিল টপার ম্যান সিটি। দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। তাদের পয়েন্ট ৩৫ ম্যাচে ৮১। আর্সেনালের হাতে রয়েছে তিন ম্যাচ এবং সিটির হাতে চার ম্যাচ। আর্সেনালের জয়ের কোনো বিকল্প নেই। তৃতীয় স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। সমান ম্যাচ খেলে ম্যান ইউর পয়েন্ট ৬৩। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে রয়েছে লিভারপুলও। গতকাল ম্যান ইউর হারে লিভারপুলের আশাও বেঁচে থাকলো।

নিউক্যাসলকে তাদের ঘরের মাঠে গতকাল ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধের ১৪ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে যায় গানার্সরা। এরপর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে আত্মঘাতী গোল করেন নিউক্যাসলের ফ্যাবিয়ান শার। ২-০ গোলের এই লীড শেষ পর্যন্ত ধরে রেখে জয় পায় আর্সেনাল।

অন্যদিকে, ম্যান ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ওয়েস্ট হ্যাম। আগের ম্যাচে ব্রাইটনের কাছেও ১-০ গোলে হারতে হয়েছিল রেড ডেভিলদের। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারলো ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন সেইড বেনরাহমা।

টানা দ্বিতীয় ম্যাচে হারলো ইউনাইটেড।
EPL : হলান্ডের রেকর্ড! এতিহাদে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন ধূলোয় মিশিয়ে দিলো ম্যান সিটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in