EPL : হলান্ডের রেকর্ড! এতিহাদে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন ধূলোয় মিশিয়ে দিলো ম্যান সিটি

২০১৫ সালের পর সিটির বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি আর্সেনাল। তারপর শেষ তিন ম্যাচে ছন্দ হারানোয় এই ম্যাচে বেশ চাপেই ছিল গানার্সরা। নিজেদের ঘরের মাঠে আর্সেনালকে সেই চাপ থেকে মুক্তি দিল না সিটিজেনরা।
আর্লিং হলান্ড
আর্লিং হলান্ডছবি সৌজন্যে - ফিফা

এতিহাদে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন ধূলোয় মিশিয়ে দিলো গার্দিওলার ম্যান সিটি। পুরো মরশুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা আর্সেনাল শিরোপা জয়ের বেশ কাছেই ছিল। তবে গতরাতের ম্যাচের আগের শেষ তিন ম্যাচ ড্র করে খেতাব ঘরে তোলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল মিকেল আর্তেটাদের। গতকালের ম্যাচ ছিল একপ্রকার অলিখিত ফাইনাল। আর এই ম্যাচে সিটির কাছে ৪-১ গোলে হেরে বসলো গানার্সরা।

২০১৫ সালের পর সিটির বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি আর্সেনাল। তারপর শেষ তিন ম্যাচে ছন্দ হারানোয় এই ম্যাচে বেশ চাপেই ছিল গানার্সরা। নিজেদের ঘরের মাঠে আর্সেনালকে সেই চাপ থেকে মুক্তি দিল না সিটিজেনরা। গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন হওয়া সিটি আবারও প্রমাণ করলো তাদের শক্তি। গতকালের জয়ের পর প্রিমিয়ার লীগ জয়ের রাস্তা বেশ পরিস্কার হয়ে গেল স্কাই ব্লুজদের।

ম্যাচের সাত মিনিটেই এদিন এগিয়ে যায় সিটি। আর্লিং হলান্ডের পাস থেকে প্রথম গোলটি করেন কেভিন ডি ব্রুইন। প্রথমার্ধ শেষের আগে আরও একটি গোল হজম করতে হয় আর্সেনালকে। ডি ব্রুইনের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন জন স্টোন।

২-০ গোলে প্রথমার্ধে এগিয়ে থাকা গার্দিওলার দল দ্বিতীয়ার্ধেও সমান দাপট বজায় রাখে। ৫৪ মিনিটে ফের গোল করেন ডি ব্রুইন। এবারও অ্যাসিস্ট করেন হলান্ড। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে গানার্সদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আর্লিং হলান্ড।

আর্লিং হলান্ড তাঁর গোলের সাথে সাথেই প্রিমিয়ার লীগে তৈরি করেন নতুন রেকর্ড। লীগে এখনও বাকি রয়েছে ৭ টি ম্যাচ। তার আগেই মহম্মদ সালাহকে পেছনে ফেলে এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেলেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। প্রিমিয়ার লীগে এখন হলান্ডের গোলসংখ্যা ৩৩।

আর্লিং হলান্ড
দয়া করে আমাদের 'মন কি বাত' শুনুন, প্রধানমন্ত্রীকে আর্জি সাক্ষী মালিকদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in