হোসে র‍্যামিরেজ ব্যারেটো
হোসে র‍্যামিরেজ ব্যারেটোছবি - সংগৃহীত

ফেডারেশনের বিদেশী ফুটবলারে নিষেধাজ্ঞা নিয়ে কী বললেন মোহনবাগানের সবুজ তোতা?

ব্যারেটো বলেন, একজন বিদেশী ফুটবলার হিসেবে আমার পক্ষে বলা কঠিন। তবুও দেখা যাক এই জিনিস হলে ফুটবলের উন্নতি হয় কিনা।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নির্দেশ দিয়েছে, দেশের ঘরোয়া টুর্নামেন্ট এবং রাজ্য লিগে বিদেশীদের খেলানো যাবে না। কলকাতায় খেলে যাওয়া সর্বকালের অন্যতম সেরা বিদেশী হোসে র‍্যামিরেজ ব্যারেটো এই বিষয় নিয়ে এখনই সেভাবে কোনো মন্তব্য করলেন না।

বিধাননগর গোল্ড কাপের উদ্বোধনে এসে ব্যারেটো জানালেন, 'একজন বিদেশী ফুটবলার হিসেবে আমার পক্ষে এটা নিয়ে বলা কঠিন। তবুও দেখা যাক এই জিনিস হলে ফুটবলের উন্নতি হয় কিনা। তবে এখানে অনেক কিছুই নির্ভর করছে। যতক্ষণ না হচ্ছে কিছু বলা ঠিক হবে না।'

এদিকে বিদেশী ফুটবলার ছাড়া লিগ করতে হলে স্পনসর, টিভি রাইটস কর্তৃপক্ষকে বোঝাতে হবে। এমনটাই এদিন বৈঠকে আইএফএ কর্তাদের জানালেন AIFF সভাপতি কল‍্যাণ চৌবে।

ফেডারেশন সভাপতি বলেন, "আমরা বাংলায় ফুটবলের উন্নয়নের জন‍্য সবরকম ভাবে পাশে থাকব। এবার থেকে বিদেশীহীন ফুটবল লিগ হবে। তার জন‍্য বাংলার ফুটবলারের সাপ্লাই লাইন তৈরি করার জন‍্য আইএফএকে বলেছি তাদের পছন্দমতো পাঁচটি জেলা নিয়ে অনূর্ধ্ব-২৩ চ‍্যাম্পিয়নশিপ করতে। ফেডারেশন আর্থিকভাবে সাহায‍্য করবে। এই জেলা চ‍্যাম্পিয়নশিপ করলে বহু বাঙালি ফুটবলার উঠে আসবে।"

হোসে র‍্যামিরেজ ব্যারেটো
খারাপ খবর লাল-হলুদ সমর্থকদের জন্য, বাঙালি মিডফিল্ডার ঋত্বিক দাসও হাতছাড়া ইস্টবেঙ্গলের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in