

চলতি আইপিএলে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার সময়টা একদমই ভালো যাচ্ছে না। উচ্চমানের এই দুই ক্রিকেটার নিজেদের সেরাটা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন। একের পর এক প্রাক্তন ক্রিকেটারেরা পরামর্শ দিচ্ছেন এই দুই ক্রিকেটারকে। চলতি আইপিএলে বিরাট ও রোহিতের ফর্ম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার এই বিষয়ে কথা বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সৌরভ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, "তারা দুর্দান্ত খেলোয়াড় এবং আমি নিশ্চিত যে তারা ফর্মে ফিরে আসবে। আশা করি তারা শীঘ্রই রান করতে শুরু করবে। আমি জানি না বিরাট কোহলির মাথায় কি চলছে, তবে আমি নিশ্চিত যে সে তার ফর্ম ফিরে পাবে এবং ভালো রান করবে। সে একজন দুর্দান্ত খেলোয়াড়।"
চলতি আইপিএলে ৯ ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন বিরাট। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ৮ ম্যাচে মাত্র ১৫৩ রান করেছেন। দুই তারকার কেউই এখনও অর্ধ শতরানের দেখা পায়নি একটিও ম্যাচে।
ফাফ ডু প্লেসির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মরশুমের শুরুটা ভালো করলেও মাঝপথে ছন্দ হারিয়েছে। শেষ দুই ম্যাচে হারতে হয়েছে তাদের। ৯ ম্যাচের ৫ টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ডু প্লেসি, বিরাট, ম্যাক্সওয়েলরা। অন্যদিকে আটটি ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের সবচেয়ে সফলতম দলের এই করুণ পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছে না মুম্বই সমর্থকেরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন