শ্রীলঙ্কার পর সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজও

বিশ্বকাপের সুপার লীগের পয়েন্ট তালিকায় নবম স্থানে নেমে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার কারণে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেতে ব্যর্থ হলো ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসের দেশ।
বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারলো না ক্যারিবিয়ানরা
বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারলো না ক্যারিবিয়ানরাছবি - ICC-র ওয়েবসাইট

শ্রীলঙ্কার মতোই একই দশা ওয়েস্ট ইন্ডিজের। লঙ্কানদের মতো সরাসরি আইসিসি ওডিআই বিশ্বকাপে জায়গা করে নিতে পারলো না ক্যারিবিয়ানরা। তাই শ্রীলঙ্কার সাথে ওয়েস্ট ইন্ডিজকেও কোয়ালিফায়ার খেলে যোগ্যতা অর্জন করতে হবে।

রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের ফলেই প্রোটিয়ারা ২০২৩ ওডিআই বিশ্বকাপের সুপার লীগের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে। নবম স্থানে নেমে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার কারণে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেতে ব্যর্থ হলো ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসের দেশ।

২০২৩ বিশ্বকাপের সুপার লীগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ১৭৫ পয়েন্ট কিউইদের। এরপর রয়েছে যথাক্রমে ইংল্যান্ড (১৫৫), ভারত (১৩৯), বাংলাদেশ (১৩০), পাকিস্তান (১৩০), অস্ট্রেলিয়া (১২০), আফগানিস্তান (১১৫) এবং দক্ষিণ আফ্রিকা (৯৮)। ৮৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং ৮১ পয়েন্ট নিয়ে দশম স্থানে শ্রীলঙ্কা। এখন ভারতে অনুষ্ঠিতব্য ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য বাছাইপর্ব খেলতে হবে ক্যারিয়ানদের।

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন এইডেন মার্করাম। তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা এসেছে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চূড়ান্ত লড়াইয়ের ম্যাচেই। এদিন ১৭ টি বাউন্ডারি এবং ৭ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ১২৬ বলে ১৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন মার্করাম। সেইসঙ্গে ৬১ বলে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেন ডেভিড মিলারও।

মার্করাম-মিলারের সৌজন্যে নেদারল্যান্ডসের সামনে ৩৭১ রানের লক্ষ্য রেখেছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে ২২৪ রানেই অল আউট হয়ে যায় ডাচরা। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ জয়ের রাস্তা একপ্রকার নিশ্চিতই বলা যায়। কারণ দৌড়ে টিকে থাকা আয়ারল্যান্ডকে ঘরের মাটিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে। দক্ষিণ আফ্রিকার ৯৮ পয়েন্ট ছোঁয়ার পাশাপাশি রান রেটেও তাদের টপকাতে হবে আইরিশদের।

বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারলো না ক্যারিবিয়ানরা
বেনজেমার হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের, হারের মুখ দেখলো পিএসজি, ম্যান ইউনাইটেড
বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারলো না ক্যারিবিয়ানরা
Spain Masters 2023: আশা জাগিয়েও পারলেন না, ফাইনালে স্ট্রেট সেটে হার সিন্ধুর

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in