হয়দরাবাদ কোচ মানোলো মার্কেজ
হয়দরাবাদ কোচ মানোলো মার্কেজছবি - হায়দরাবাদ এফসির ফেসবুক পেজ

‘আমাদের হারানো কঠিন’ - ATK মোহনবাগানের বিরুদ্ধে নামার আগেই হুঙ্কার হায়দরাবাদ কোচের

মানোলো মার্কেজ বলেন, জসেমিফাইনালে ওঠা প্রতিটি দলই ফাইনালে পৌঁছানোর চেষ্টা করবে। আমরা গত মরশুমের মতো সেমিফাইনাল খেলব।
Published on

নিজেদের ঘরের মাঠে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নামছে হায়দরাবাদ এফসি। তার আগেই সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিলেন হয়দরাবাদ কোচ মানোলো মার্কেজ। তিনি বলেন, "মোহনবাগান ভালো ছন্দে আছে ঠিকই কিন্তু আমাদেরও হারানো কঠিন"।

বৃহস্পতিবার হায়দরাবাদের জি এম সি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। তার আগে মানোলো মার্কেজ বলেন, "সেমিফাইনালে ওঠা প্রতিটি দলই ফাইনালে পৌঁছানোর চেষ্টা করবে। আমরা গত মরশুমের মতো সেমিফাইনাল খেলব। দেখা যাক গতবারের মতো আবার হিরো আইএসএলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারি কিনা"।

তিনি আরও বলেন, "লিগ শিল্ডটি জয়ের আক্ষেপটা থেকে গেলো। দেখা যাক পরবর্তী মরশুমে জিততে পারি কিনা। এখন লক্ষ্য হচ্ছে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জেতা। মোহনবাগান ভালো ছন্দে রয়েছে। ওরা যে ম্যাচগুলো হেরেছে খুবই কম ব্যবধানে। ওদের রক্ষণভাগ মজবুত। তবে ওদের ভুলে গেলে চলবে না আমরাও ভালো দল। আমরাও প্রস্তুতি নিচ্ছি। নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবো। আমাদেরকে হারানো কঠিন হবে"।

অন্যদিকে শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হুয়ান ফেরান্দোর ছেলেরা। এই ম্যাচ কোনো মতেই হারতে চাইছেন না প্রীতম কোটালরা। তাঁদের মূল লক্ষ্য ৩ পয়েন্ট নিয়ে ফেরা। তবে ড্র করলে পরের ম্যাচে ঘরের মাঠে হওয়ায় অ্যাডভান্টেজে থাকবে বাগান শিবির।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো চলতি আইএসএলে দু'বারের সাক্ষাতের ফল মিশ্র। একবার করে জয় পেয়েছিল দুই দলই।

হয়দরাবাদ কোচ মানোলো মার্কেজ
UCL: আরও একবার খালি হাতে ফিরলো মেসি-এমবাপ্পেরা, কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ
হয়দরাবাদ কোচ মানোলো মার্কেজ
IND vs AUS: "শাস্ত্রী 'বহিরাগত', ওর 'রাবিশ' কথায় পাত্তা দিইনা" - রোহিত শর্মা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in