IND vs AUS: "শাস্ত্রী 'বহিরাগত', ওর 'রাবিশ' কথায় পাত্তা দিইনা" - রোহিত শর্মা

রোহিত সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, "সত্যি বলতে, দুটো ম্যাচ জেতার পর বাইরের কোনও লোক, যদি বলেন যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম, তা হলে সেটা একদম রাবিশ(Rubbish)।"
রবি শাস্ত্রী ও রোহিত শর্মা
রবি শাস্ত্রী ও রোহিত শর্মাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ইন্দোর টেস্টে হারের পর ভারতীয় দলকে একহাত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। 'অতিরিক্ত আত্মবিশ্বাস'-এর কারণে ইন্দোরে ভারতকে হারতে হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। প্রাক্তন কোচের এই মূল্যায়ন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে অধিনায়ক রোহিত শর্মা খুব দৃঢ় ভাবেই উত্তর দিলেন। শাস্ত্রীর মন্তব্যকে একেবারে 'রাবিশ (Rubbish)' বললেন তিনি। এছাড়াও রবি শাস্ত্রীকে' বহিরাগত' বলতেও ছাড়লেন না রোহিত।

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারে ভারত। এরপর শাস্ত্রী বলেন, "ভারতীয়রা আত্মতুষ্টি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের খেসারত দিল। কোনও কিছুকে বেশি সহজ ভাবে নিলে ক্ষতি হয়। এই ফলের একাধিক কারণ রয়েছে। ভারতের প্রথম ইনিংসের দিকে তাকালে বোঝা যাবে প্রতিপক্ষ বোলারদের উপর অহেতুক আধিপত্য দেখানোর চেষ্টা করেছে ওরা। অতিরিক্ত চেষ্টাই ওদের ডুবিয়েছে।"

রোহিত এদিন সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, "সত্যি বলতে, দুটো ম্যাচ জেতার পর বাইরের কোনও লোক, যদি বলেন যে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম, তা হলে সেটা একদম রাবিশ(Rubbish)।"

রোহিত এও বলেন, "আমরা চারটে ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই। দুটো ম্যাচ জেতার পর কেউ হারতে চায় না। যারা ড্রেসিংরুমের অংশ নন, সেই বাইরের লোকেরাই এই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কথা বলেন। কারণ সাজঘরের ভেতরে কী হচ্ছে, সেটা তাঁরা জানেন না। আমরা প্রতি ম্যাচে ভাল খেলতে চাই। যদি তাতে কারও খারাপ লাগে বা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়, তাতে আমরা পাত্তা দিই না।"

আমেদাবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট। এই টেস্টে ভারত ড্র করলেই সিরিজ জিতবে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের টিকিট নিশ্চিত হবে না। ওভালের টিকিট পেতে হলে আমেদাবাদে অস্ট্রেলিয়াকে হারাতে হবে রোহিতদের।

রবি শাস্ত্রী ও রোহিত শর্মা
ছন্দে নেই কোহলি, পাশে দাঁড়িয়ে বিরাট সমর্থন পন্টিং-এর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in