

রবিবার উদ্বোধন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের বার কাম রেস্টুরেন্ট। যার পোশাকি নাম 'মেম্বার্স লাউঞ্জ'। ময়দানের ক্লাবে এটাই প্রথম বার হল তেমনটা নয়। ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, মেসারার্স, কাস্টমস বা রেঞ্জার্স ক্লাবে বহু বছর আগে থেকেই বারের চল আছে। তবে তিন প্রধান ক্লাবের মধ্যে ইস্টবেঙ্গলই প্রথম বার কাম রেস্টুরেন্ট চালু করল।
ইস্টবেঙ্গলের এই উদ্যোগের সমালোচনা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বাগান সচিব জানান, 'মোহনবাগান সমর্থক, সদস্যরা মোহনবাগান ক্লাবে খেলা দেখতে এসে ক্যান্টিনের চিকেন স্টু, ঘুগনি, চা, কফি খান। অন্য কিছু খাওয়ার দরকার নেই। এটাই মোহনবাগানের পরম্পরা। আমরা খেলায় এগিয়ে চলব।'
এই প্রথম নয়, গত কয়েকমাসে বারবার মোহনবাগান অর্থ সচিবের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের গরমা গরম বাক্য বিনিময় হয়েছে সংবাদমাধ্যমের সামনেই। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, "আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। কেউ কেউ হয়তো সমালোচনা করবে। কিন্তু যুগোপযোগী হতে হবে। এই বিষয়টাকে ভালভাবে নেবেন।"
উল্লেখ্য, মেম্বার্স লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। উদ্বোধন করার আগে ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে গিয়ে বলেন, "যখন কেউ ট্র্যাডিশন ভাঙে তখন তার সমালোচনা হয়। তবে এটাও ঠিক ইস্টবেঙ্গলের পরিচিতি ফুটবল। ক্লাব আধুনিক হচ্ছে। তবে আমরা এবার কিন্তু আবার ট্রফি চাই।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
