WC Qualification: ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করেও কাতার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত আর্জেন্টিনার

এদিন দ্বিতীয় দেশ হিসেবে ২০২২ বিশ্বকাপের টিকিট পেলো আর্জেন্টিনা। ব্রাজিলের সাথে ড্রয়ের পর অন্য ম্যাচে চিলির হারে দ্রুত নিশ্চিত হয়ে গিয়েছে মেসিদের টিকিট।
WC Qualification: ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করেও কাতার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত আর্জেন্টিনার
ছবি - সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে। ৪২ টি ফাউলের ম্যাচে দুই দলই গোলের মুখ খুলতে পারেনি।লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। এদিন দ্বিতীয় দেশ হিসেবে ২০২২ বিশ্বকাপের টিকিট পেলো আর্জেন্টিনা। ব্রাজিলের সাথে ড্রয়ের পর যোগ্যতা অর্জনের অপেক্ষা বাড়লেও অন্য ম্যাচে চিলির হারে দ্রুত নিশ্চিত হয়ে গিয়েছে মেসিদের টিকিট।

দশ জনের চিলিকে বুধবার ভোরে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। ম্যাচের ৯ মিনিটেই পারভিন ইস্টুপিনান গোল করে এগিয়ে দেন ইকুয়েডরকে। পিছিয়ে পড়া চিলি আরও পিছিয়ে পড় ১৩ মিনিটের মাথায় আর্তুরো ভিদালের লাল কার্ডে। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে লীড ধরে রাখার পর ইনজুরি সময়ে ময়েজেস কেইসিডো ইকুয়েডরকে নিশ্চিত জয় এনে দেন। চিলির হারে টানা ১৩ বারের জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেন আলবিসেলেস্তারা।

সমূদ্র পৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজে আজ উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে পৌঁছানোর আশা জিইয়ে রেখেছে বলিভিয়া। জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করে বলিভিয়াকে জয় এনে দিয়েছেন জুয়ান আর্স। ঘরের মাঠে আর্সের গোলে জয় নিয়ে ৩০ বছরে প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে বদ্ধপরিকর বলিভিয়া টিকে রয়েছে লড়াইয়ে।

বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলের গ্রুপে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৩ ম্যাচে ২৯। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৪ ম্যাচে ১৭। ১৪ ম্যাচে যথাক্রমে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে উরুগুয়ে এবং ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বলিভিয়া।

WC Qualification: ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্র করেও কাতার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত আর্জেন্টিনার
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত পুরুষদের আটটি আইসিসি ইভেন্টের আয়োজক ১৪টি দেশ, তিনটি হবে ভারতে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in