
কলকাতার ইডেন গার্ডেন্স কখনও বিরাট কোহলিকে খালি হাতে ফেরায়নি। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির প্রথম ওয়ান ডে শতরান এসেছিল এই কলকাতার বুকেই। ভারতের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্টে শতরান, গত রবিবার বিশ্বকাপের ম্যাচে কোহলির ৪৯ তম ওয়ান ডে সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যার মাধ্যমে শচীন তেন্ডুলকরের রেকর্ড ছুঁলেন বিরাট - এই সবই হয়েছে ইডেনে। এবার সেই ইডেনে কোহলির ছবি লাগানো হলো।
শচীন, ধোনি, সৌরভের পাশাপাশি এবার বিরাট কোহলির ছবি দেখা যাবে ইডেন গার্ডেন্সে। সিএবি কোহলিকে সম্মান জানানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। রবিবারের ম্যাচের কোহলির সেঞ্চুরির মুহূর্তের ছবি ঠাঁই পেলো সিএবির গেটে। ইডেনের গেটে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ে কপিল দেবের কাপ তোলা, ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ জয়, ২০০১ সালে ইডেনে রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণ যে ঐতিহাসিক ইনিংস খেলে স্টিভ ওয়ারের অস্ট্রেলিয়াকে হারায় সেই ইনিংসের ছবি, শচীন তেন্ডুলকারের ছবি, সৌরভ গাঙ্গুলির ২০০৭ সালে ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন সেই ছবি, জগমোহন ডালমিয়ার ১৯৯৯ বিশ্বকাপ স্টিভ ওয়ারকে তুলে দেওয়ার ছবি, ঝুলন গোস্বামীর ছবির সঙ্গে কোহলির ছবিও এদিন টাঙানো হল।
রবিবার বিরাট কোহলির ঐতিহাসিক ইনিংসের পরেই তাঁর ছবি ইডেনের গেটে রাখার দাবি ওঠে। অবশেষে সেই দাবি মেনে নিল সিএবি। ১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন কোহলি। ওই দিন শতরানের লক্ষ্যে অবিচল ছিলেন কোহলি। কোনও রকম তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় লক্ষ্যে পৌঁছন। কোহলির সাজানো মঞ্চেই ২৪৩ রানে জিতে প্রোটিয়াদের হারায় টিম ইন্ডিয়া। উপহার হিসেবে কোহলির হাতে সোনালি ব্যাট তুলে দেওয়া হয় সিএবির তরফে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন