Virat Kohli: বুধবার সাংবাদিক সম্মেলনে বিরাট, রোহিতের অধীনে ওডিআই সিরিজ কি খেলবেন না!

কোহলিকে একপ্রকার ছেঁটে ফেলেই রোহিতের হাতে তুলে দেওয়া হয় ৫০ ওভারের ক্রিকেটের দায় ভার। রোহিত অধিনায়ক হওয়ার পর তাঁকে শুভেচ্ছাও জানাননি বিরাট।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত
Published on

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট এবং তিনটি ওডিআই সিরিজের জন্য বৃহস্পতিবার চাটার্ড বিমানে করে জোহানেসবার্গ উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তবে তার আগেই ভারতীয় দলে বিরাট কোহলিকে নিয়ে দিনভর চলছে নানা জল্পনা। বিরাট-রোহিত সম্পর্কে যে ফাটল ধরেছে তা নিয়ে জল্পনা তো লেগেই আছে। আবার কানাঘুষো শোনা যাচ্ছে রোহিতের অধীনে ওডিআই সিরিজ খেলবেন না বিরাট। টেস্ট সিরিজ খেলেই দেশে ফিরে আসবেন। বিসিসিআই-এর তরফ থেকে অবশ্য কিছুই জানানো হয়নি। তবে এবিষয়ে সারাদিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা।

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেও ওডিআই দলের অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না বিরাট। কোহলিকে একপ্রকার ছেঁটে ফেলেই রোহিতের হাতে তুলে দেওয়া হয় ৫০ ওভারের ক্রিকেটের দায় ভার। রোহিত অধিনায়ক হওয়ার পর তাঁকে শুভেচ্ছাও জানাননি বিরাট।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিলো রোহিত শর্মাকে। তবে ইনজুরির কারণে টেস্ট দল থেকেই ছিটকে গিয়েছেন রোহিত। ওডিআই সিরিজের আগে অবশ্য সুস্থ হয়ে উঠবেন বলে জানা গিয়েছে। কিন্তু রোহিতের অধীনে কি বিরাট খেলবেন? আজ সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে বিরাট টেস্ট খেলেই দেশে ফিরতে পারেন।

আগামীকাল দুপুর একটা নাগাদ টেস্ট দলের অধিনায়ক হিসেবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হবেন বিরাট। তখনই অবশ্য এই জল্পনার অবসান ঘটবে বলে অনুমান করা হচ্ছে। আজই টিম হোটেলে পৌঁছে গিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় যাওয়া দলের সদস্যরা রবিবার থেকে নিভৃতবাসে রয়েছেন। তবে বিরাট ও অজিঙ্ক রাহানে হোম আইসোলেশনে থেকে আজ টিম হোটেলে উঠেছেন।

বিরাট কোহলি
Virat Kohli: নিজে থেকে সরে দাঁড়াননি, বিরাটকে সরানোর কারণ জানালেন সৌরভ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in