Virat Kohli: নিজে থেকে সরে দাঁড়াননি, বিরাটকে সরানোর কারণ জানালেন সৌরভ

বিরাটকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করা হয়েছিলো। কিন্তু তিনি তা মেনে নেননি। তাই নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক রাখতে চাননি।
বিরাট কোহলির সাথে সৌরভ গাঙ্গুলি
বিরাট কোহলির সাথে সৌরভ গাঙ্গুলিফাইল ছবি সংগৃহীত

বিরাট কোহলি নিজে থেকে একদিনের দলের অধিনায়কত্ব ছাড়েননি। বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব থেকে। এমনটাই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করা হয়েছিলো। কিন্তু তিনি তা মেনে নেননি। তাই নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক রাখতে চাননি। সেজন্যই রোহিতের কাঁধে তুলে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি এবং ওডিআই দলের অধিনায়কত্বের দায় ভার।

সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার জানান, বিরাট কোহলি যাতে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়েন, সেজন্য বোর্ড তাঁকে অনুরোধ করেছিলো। কিন্তু তিনি তাতে রাজি হননি। তাই বোর্ডও সাদা বলের ক্রিকেটে দুই ফর্ম্যাটের দুই আলাদা অধিনায়ক রাখতে চাননি। সে কারণেই নির্বাচকরা রোহিতের হাতেই ওডিআই ক্রিকেটের অধিনায়কত্ব তুলে দেন। সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হিসেবে নিজে বিরাটের সঙ্গে কথা বলেছেন। নির্বাচক প্রধানও তাঁর সঙ্গে কথা বলেছেন।

বুধবার এক সূত্রে জানা যায়, বিরাট যাতে নিজে থেকেই ওডিআই দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তার জন্য ৪৮ ঘন্টা অপেক্ষা করে বিসিসিআই। কিন্তু বিরাট সরে দাঁড়াননি।তাই ৪৮ ঘন্টা পেরোতেই বিরাটকে ছেঁটে রোহিতের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

সৌরভ বৃহস্পতিবার জানান, "রোহিত শর্মা নেতৃত্ব প্রদানের ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। বিরাট টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। বিসিসিআই আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট ভালো হাতেই আছে।" সেইসঙ্গে বৃহস্পতিবার বিরাটকে ধন্যবাদও জানিয়েছেন সৌরভ।

অধিনায়ক হিসেবে বিরাট ৯৫ টি একদিনের ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৬৫ টি ম্যাচে জয় অর্জন করেছেন তিনি। হেরেছেন ২৭ টি ম্যাচ।

বিরাট কোহলির সাথে সৌরভ গাঙ্গুলি
Rohit Sharma: টি-টোয়েন্টির পর ODI ক্রিকেটেও ভারতের নতুন নেতা রোহিত শর্মা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in