IND vs ENG: গোটা সিরিজ থেকেই বাদ বিরাট! ভারতীয় টেস্ট দলে জায়গা বাংলার আকাশের

People's Reporter: শনিবার বাকি টেস্টগুলির জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই তালিকায় নেই বিরাটের নাম। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণের জন্যই বিরাটকে পাওয়া যাবে না।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত

জল্পনার অবসান। ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজ থেকেই বাদ পড়লেন বিরাট কোহলি। বাকি তিন টেস্টের দল ঘোষণা করে এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া ভারতীয় টেস্ট দলে জায়গা করে নিলেন বাংলার আকাশ দীপ।

প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলেননি বিরাট। যদিও ঠিক কী কারণ তা প্রকাশ্যে আনেনি বিসিসিআই। তৃতীয় এবং পরবর্তী টেস্টগুলিতেও যে বিরাটকে পাওয়া যাবে না তার জল্পনা তৈরি হচ্ছিল। তাতেই সিলমোহর দিয়েছে বিসিসিআই।

শনিবার বাকি টেস্টগুলির জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই তালিকায় নেই বিরাটের নাম। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণের জন্যই বিরাটকে পাওয়া যাবে না। বোর্ড কোহলির সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে সম্মান এবং সমর্থন করে। পাশাপাশি টেস্ট দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ারও।

ভারতীয় টেস্ট দল - রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, কেএল রাহুল*, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেট কিপার), কেএস ভরত (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশ দীপ।

এর মধ্যে কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজাকে বিসিসিআইর মেডিক্যাল টিম ফিটনেসের ছাড়পত্র দিলেই তাঁরা খেলতে পারবেন। নয়তো পুরো সিরিজ থেকেই বাদ হতে পারেন।

ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট হবে রাজকোটে। ১৫-১৯ ফেব্রুয়ারি সেই ম্যাচ হবে। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে এবং শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।

বিরাট কোহলি
Prithvi Shaw: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড পৃথ্বী শ-র!
বিরাট কোহলি
T-20: প্রথম দক্ষিণ আফ্রিকার ব্যাটার হিসেবে টি-২০-তে রেকর্ড মিলারের! পা রাখলেন বিরাট, গেইলের ক্লাবেও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in