

টি-২০ ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ১০ হাজার রান সম্পূর্ণ করলেন ডেভিড মিলার। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইলের সাথে তিনিও একই ক্লাবে প্রবেশ করলেন। এছাড়া প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবেও নজির গড়েছেন তিনি।
বুধবার এসএ২০ টুর্নামেন্টে পার্ল রয়্যালস বনাম জোবার্গ সুপার কিংস-র ম্যাচ ছিল। সেই ম্যাচেই ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন মিলার। এই ইনিংসের সুবাদেই ১০ হাজার রানের গণ্ডি টপকালেন এই তারকা ব্যাটার।
এই তালিকায় প্রথমে আছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল (১৪৫৬২)। পরে আছেন শোয়েব মালিক (১৩০৭৭), কাইরন পোলার্ড (১২৫৭৭), অ্যালেক্স হেলস (১২০০২), বিরাট কোহলি (১১৯৯৪), অজি তারকা ডেভিড ওয়ার্নার (১১৮৬০), অ্যারন ফিঞ্চ (১১৪৫৮), ভারতের রোহিত শর্মা (১১১৫৬), ইংল্যান্ডের জস বাটলার (১১১৪৬), কলিন মুনরো (১০৬০২), ইংল্যান্ডের জেমস ভিন্স (১০০১৯) এবং মিলার (১০০১৯)।
এলিমিনেটর রাউন্ডের ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নামেন মিলার। ৪০ বলে ৪৭ করেন। ৪টি চার এবং ২টি ছয় রয়েছে তাঁর ইনিংসে। ইমরান তাহিরের বলে আউট হয়ে ফিরে যান তিনি। ১৮.৫ ওভারেই ১৩৮ রানে শেষ হয় পার্ল রয়্যালসের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারেই ১ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলে জিতে যায় জোবার্গ সুপার কিংস। সুপার কিংসের হয়ে ৬৮ রান করেন প্লুয়ি এবং ৫৫ রানে অপরাজিত থাকেন ডু'প্লেসিস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন