WTC: দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শীর্ষ স্থানে নিউজিল্যান্ড! ভারত নামলো আরও এক ধাপ

People's Reporter: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে ভারত।
শীর্ষ স্থানে নিউজিল্যান্ড
শীর্ষ স্থানে নিউজিল্যান্ডছবি - আইসিসির এক্স হ্যান্ডেল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ তালিকায় শীর্ষ স্থান দখল করলো নিউজিল্যান্ড। যার জেরে আরও এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে আছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ ২৮১ রানে জিতেছে নিউজিল্যান্ড। ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছেন কেন উইলিয়ামসনরা। দক্ষিণ আফ্রিকা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে রাচীন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের দুরন্ত ব্যাটিং-র সুবাদে ৫১১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে ডিক্লিয়ার করে কিউইরা। ৫২৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৪৭ রানে থামে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। ম্যাচের সেরা হন রাচীন রবীন্দ্র। দুই ইনিংসেই সেঞ্চুরি আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে।

এই জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে ভারত, চতুর্থ স্থানে বাংলাদেশ, পঞ্চম স্থানে পাকিস্তান, ষষ্ঠস্থানে দক্ষিণ আফ্রিকা, সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং অষ্টম স্থানে ইংল্যান্ড এবং নবম স্থানে শ্রীলঙ্কা।

উল্লেখ্য, ভারত এখনও পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচের মধ্যে ৩টি জিতেছে এবং ২টি ড্র ও ১টি হেরেছে। অস্ট্রেলিয়া ১০টি ম্যাচ খেলেছে। জিতেছে ৬টি, হেরেছে ৩টি এবং ড্র করেছে ১টি। নিউজিল্যান্ড ৩টি ম্যাচের মধ্যে ২টি জিতেছে এবং ১টি হেরেছে।

শীর্ষ স্থানে নিউজিল্যান্ড
AIFF: ফেডারেশনের নতুন সূচিতে ব্রাত্য বাংলা! ক্ষুব্ধ IFA
শীর্ষ স্থানে নিউজিল্যান্ড
East Bengal: পরের মরসুমেও লাল-হলুদের কোচ কুয়াদ্রাত! ক্লাবের চা চক্রে কী জানালেন ইমামি কর্তা?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in