ভ্যালেন্তিন কাস্তেলানোস
ভ্যালেন্তিন কাস্তেলানোসছবি - জিরোনা এফসির ট্যুইটার

La Liga: রিয়ালের জালে একাই চার গোল জড়ালেন ভ্যালেন্তিন কাস্তেলানোস!

লেভনডস্কির পর প্রথম ফুটবলার হিসেবে রিয়ালকে একাই চার গোল হজম করালেন জিরোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড ভ্যালেন্তিন।
Published on

স্প্যানিশ লা লিগায় জিরোনার কাছে মুখ থুবড়ে পড়লো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির দলকে কোণঠাসা করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জিরোনা। রিয়ালকে একাই চার গোল হজম করিয়েছেন ভ্যালেন্তিন কাস্তেলানোস। ম্যাচের ফলাফল জিরোনার পক্ষে ৪-২।

গতকাল কার্যত একা হাতেই রিয়ালকে বধ করলেন কাস্তেলানোস। ২০১৩ সালে বুরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই চার গোল করেছিলেন রবার্ট লেভনডস্কি। লেভার পর প্রথম ফুটবলার হিসেবে রিয়ালকে একাই চার গোল হজম করালেন জিরোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড ভ্যালেন্তিন।

ঘরের মাঠে এদিন ম্যাচের ২৪ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় জিরোনা। ১২ মিনিটে এবং ২৪ মিনিটে গোল করেন ভ্যালেন্তিন। প্রথমার্ধ শেষের আগে একটি গোল পরিশোধ করে রিয়াল মাদ্রিদ। ৩৪ মিনিটে মার্কো অ্যাসেনসিওর বাড়ানো ক্রস থেকে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা জিরোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পেয়ে যায়। ৪৬ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভ্যালেন্তিন কাস্তেলানোস। ৬২ মিনিটে আরও একটি গোল করে রিয়ালকে হারের দোরগোড়ায় ঠেলে দেন তিনি। ৮৫ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে লুকাস ভাসকেজ গোল করলেও বড় ব্যবধানে হারতে হয়েছে রিয়ালকে।

ভ্যালেন্তিন কাস্তেলানোস
স্টিফেন বিদায়ের দিনেই কুয়াদ্রাতকে কোচ করল ইস্টবেঙ্গল
ভ্যালেন্তিন কাস্তেলানোস
IPL-এ দুর্দান্ত পারফর্ম্যান্স, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ডাক পেলেন আজিঙ্কে রাহানে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in