IPL-এ দুর্দান্ত পারফর্ম্যান্স, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ডাক পেলেন আজিঙ্কে রাহানে

পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করা হয়েছে শ্রেয়স আইয়ারের। তাঁর অনুপস্থিতিতে ৮২ টি টেস্ট ম্যাচ খেলা অভিজ্ঞ রাহানেকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিটি।
আজিঙ্কে রাহানে
আজিঙ্কে রাহানেফাইল চিত্র

আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্সের সৌজন্যে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটলো আজিঙ্কে রাহানে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে জায়গা করে নিলেন রাহানে। গতবছর জানুয়ারি মাসে নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দলে অবশ্য জায়গা হয়নি সূর্যকুমার যাদবের। এছাড়াও কুলদীপ যাদব, ইশান কিষাণকেও নেওয়া হয়নি। চোটের কারণে দলে নেই শ্রেয়স আইয়ার। রাহানের পাশাপাশি ফাইনালের জন্য দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর।

পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করা হয়েছে শ্রেয়স আইয়ারের। তাঁর অনুপস্থিতিতে ৮২ টি টেস্ট ম্যাচ খেলা অভিজ্ঞ রাহানেকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিটি। ঘরোয়া ক্রিকেটের পর চেন্নাইয়ের জার্সিতে চলতি আইপিএলে বেশ আলো ছড়িয়ে চলেছেন রাহানে। যে কারণে তাঁর ওপর ফের ভরসা করলো বিসিসিআই।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৫২.২৫ গড়ে এবং ১৯৯.০৪ স্ট্রাইকরেটে ২০৯ রান করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ২ টি। বাউন্ডারি মেরেছেন ১৮ টি এবং ওভার বাউন্ডারি মেরেছেন ১১ টি। এককথায়, আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন রাহানে। আগামী ৭ ই জুন থেকে ১১ ই জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। এবার দেশকে শিরোপা জেতানোর লড়াইয়ে নামবেন রাহানে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কে এল রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

আজিঙ্কে রাহানে
মহামেডানের অন্দরে অস্বস্তি, ইনভেস্টর না এলে আন্দোলনের ডাক সমর্থকদের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in