'মহিলাদের IPL-এ পাকিস্তানি ক্রিকেটারদের দেখতে না পাওয়াটা দুর্ভাগ্যজনক' - উরুজ মুমতাজ

মুমতাজ বলেন, প্রতিটি সুযোগ অবশ্যই ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সমস্ত সুযোগগুলোই সম্মিলিতভাবে মহিলাদের খেলার মান বাড়ানো এবং বিশ্বব্যাপী খেলাধুলার উন্নতির দিকে একটি পদক্ষেপ।
উরুজ মুমতাজ
উরুজ মুমতাজছবি - সংগৃহীত
Published on

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রথম আসরে খেলেছিল পাকিস্তানি ক্রিকেটাররা। এরপর আর কোনো আইপিএলে সুযোগ মেলেনি তাদের। এবার প্রথমবারের মতো ভারতে শুরু হচ্ছে মহিলাদের প্রিমিয়ার লীগ। মহিলাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যা এক যুগান্তকারী মুহূর্ত থেকে বলে মনে করা হচ্ছে। কিন্তু উইমেন্স প্রিমিয়ার লীগেও জায়গা হয়নি পাক মহিলা ক্রিকেটারদের। ডব্লিউপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের না দেখতে পাওয়াটা 'দুর্ভাগ্যজনক' মনে করে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন পাক অধিনায়ক উরুজ মুমতাজ।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে মুমতাজ বলেন, "পাকিস্তানের খেলোয়াড়দের এখানে দেখতে না পাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। প্রতিটি সুযোগ অবশ্যই ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সমস্ত সুযোগগুলোই সম্মিলিতভাবে মহিলাদের খেলার মান বাড়ানো এবং বিশ্বব্যাপী খেলাধুলার উন্নতির দিকে একটি পদক্ষেপ। আরও যেটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মানের পার্থক্য অনেকটা ঘুচিয়ে দিতে পারে এই সুযোগ গুলো।"

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে সংঘর্ষের পর, পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফকেও উইমেন্স প্রিমিয়ার লীগের নিলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং তিনি বলেছিলেন যে পাকিস্তানের খেলোয়াড়রা যে কোনও লীগে "খেলতে পছন্দ করবে।"

মারুফ বলেন, "আমরা পাকিস্তানী ক্রিকেটাররা দেশের বাইরের লীগ গুলোতে খেলার খুব একটা সুযোগ পাইনা এবং সেটা দুর্ভাগ্যের। সুযোগ পেলে অবশ্যই আমরা খেলব এবং লীগ গুলোতে সুযোগও আমরা পেতে চাই। কিন্তু হ্যাঁ, এটাই বাস্তবতা এবং আমরা তা নিয়ন্ত্রণ করতে পারিনা।"

সোমবার মুম্বইয়ে শেষ হয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগের নিলাম। আগামী ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুম্বইয়ের দুটি ভেন্যুতে খেলা হবে উদ্বোধনী মরশুম।

উরুজ মুমতাজ
Women's Premier League 2023: নিলামে রিচার চমক, হরমনপ্রীতের থেকেও বেশি দাম পেলেন বঙ্গতনয়া

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in