Women's Premier League 2023: নিলামে রিচার চমক, হরমনপ্রীতের থেকেও বেশি দাম পেলেন বঙ্গতনয়া
নিলামে চমক দিলেন বঙ্গতনয়া রিচা ঘোষ। দেশের উইকেটকিপার ব্যাটারকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টাকার অঙ্কে রিচা পেছনে ফেললেন হরমনপ্রীত কৌরকেও। প্রত্যাশা মতোই বাংলার মেয়ে রিচাকে নিয়ে টানাটানি চলে উইমেন্স প্রিমিয়ার লীগের নিলামে। ৫০ লাখ টাকা বেস প্রাইসের রিচাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালসও। শেষ পর্যন্ত রিচাকে দলে পায় ব্যাঙ্গালোর।
১৯ বর্ষীয় অ্যাটাকিং উইকেট কিপার রিচা ২০২০ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটান। তাঁর ফিনিশিং দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন বহুবার। এখনও পর্যন্ত ৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিচা। ২৪.১০ গড়ে ৪৫৮ রান করেছেন তিনি। স্ট্রাইক-রেট ১৩৫.৫০। দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত মহিলাদের অনূর্ধ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন স্মৃতি মন্ধনা। তাঁকে ৩.৪ কোটি টাকায় নিয়েছে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। যেখানে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ১.৮ কোটি টাকায় জায়গা পেলেন মুম্বই দলে। এমনকী হরমনের থেকে বেশি টাকা পেয়েছেন দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষরাও। যে বিষয়টা দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। ২.৬ কোটি টাকায় দীপ্তি শর্মাকে দলে নিয়েছে ইউপি ওয়ারির্স। ২.২ কোটি টাকায় জেমাইমা রদ্রিগেজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় নিয়েছে দিল্লি। ১.৯ কোটি টাকায় পূজা বস্ত্রকারকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চলছে উইমেনস ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নিলাম। ১৫২৫ জন ক্রিকেটারের নাম প্রথমে নথিভুক্ত করা হয়েছিল। সেখান থেকে ৪০৯ জন ক্রিকেটারকে (২৪৬ জন ভারতীয়, ১৬৩ জন বিদেশি, যাদের মধ্যে ৮ জন অ্যাসোসিয়েট দেশের) বেছে উঠেছেন নিলামে। ৪০৯ জনের মধ্যে মোট ২০২ জন ক্যাপড ও ১৯৯ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। পাঁচ দলের নিলামযুদ্ধে সর্বোচ্চ ৯০টি স্লট ফাঁকা রয়েছে। ৩০টি স্লট থাকছে বিদেশি ক্রিকেটারদের জন্য।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

