

আসন্ন কলকাতা লিগে নতুন কোচ কোচিং করাবেন মহামেডানে। উগান্ডার কোচ হাকিম সসেনগেন্ডোকে আনল সাদা কালো ব্রিগেড। তাঁর অধীনেই অনুশীলন শুরু করছে মহামেডান।
উগান্ডার নাগরিক হলেও হাকিম অনেক দিন ধরেই ভারতে আছেন। ভারতের যুব স্তরের ফুটবল ডেভেলপমেন্ট নিয়েই কাজ করছেন তিনি। ২০১৮ সালে সুদেভা দিল্লি এফসির অ্যাকাডেমিতে অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের কোচ ছিলেন তিনি। সেখান থেকে ২০২২ সালে তিনি রাজস্থান ইউনাইটেডের যুব দলের দায়িত্বে ছিলেন। এবার মহামেডানের কলকাতা লিগে হেডস্যার হলেন।
চেরণিশভ কোচিং করাবেন আইএসএলে। আই লিগ জিতে আইএসএলে কোয়ালিফাই করায় দল গুছিয়ে নিচ্ছে মহামেডান। ফলে বিগত বছরগুলোতে সিনিয়র দল খেলালেও বাকি দুই প্রধানের মত মহামেডানও জুনিয়র দল এবারের লিগে খেলাবে।
আইএসএলে ভালো দল করার জন্য বড়ো মানের ইনভেস্টর খুঁজছে মহামেডান ক্লাব।বিগত ৩ বছর কলকাতা লিগ জিতে লিগ জয়ের হ্যাটট্রিক করেছে মহামেডান। এবারে মহামেডান রয়েছে গ্রুপ-এ তে। তাদের গ্রুপে রয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসির মতো কঠিন প্রতিপক্ষ। ২৫ জুন মহামেডান উদ্বোধনী ম্যাচে কিশোরভারতীতে উয়াড়ি এফসির বিরুদ্ধে খেলবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন