UEFA Europa League: লুকম্যানের হ্যাট্রিকে স্বপ্নের দৌড় থামলো লেভারকুসেনের! চ্যাম্পিয়ন আটালান্টা

People's Reporter: অ্যাডেমোলা লুকম্যানের হ্যাট্রিকে ৫১ ম্যাচের অপরাজিত দৌড় থামলো লেভারকুসেনের।
UEFA Europa League: লুকম্যানের হ্যাট্রিকে স্বপ্নের দৌড় থামলো লেভারকুসেনের! চ্যাম্পিয়ন আটালান্টা
ছবি - ইউরোপা লিগের এক্স হ্যান্ডেল
Published on

লেভারকুসেনের স্বপ্নের দৌড় থামালো আটালান্টা। বুধবার মধ্যরাতে ইউরোপা লিগের ফাইনালে লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আটালান্টা। ১৯৭৫ সালে জুপ হেইঙ্কেসের পর প্রথম ফুটবলার হিসেবে ইউরোপা লিগের (আগে নাম ছিল উয়েফা কাপ) ফাইনালে হ্যাট্রিক করলেন লুকম্যান।

অ্যাডেমোলা লুকম্যানের হ্যাট্রিকে ৫১ ম্যাচের অপরাজিত দৌড় থামলো লেভারকুসেনের। জাভি আলোনসোর কোচিং-এ টানা ৫১ ম্যাচ জিতে রেকর্ড গড়ে জার্মান ক্লাব লেভারকুসেন। এমনকি এই মরসুমে বুন্দেশলিগাও চ্যাম্পিয়ন হয় তারা। সেই দলকে ৩-০ ব্যবধানে পরাজিত করলো আটালান্টা।

মঙ্গলবার মধ্যরাতে আটালান্টার মুখোমুখি হয় লেভারকুসেন। ফাইনাল ম্যাচে ১২ মিনিটের মাথায় লুকম্যানের গোলে এগিয়ে যায় আটালান্টা। ফের ২৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধে ম্যাচ শেষ হয় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় আলোনসোর ছেলেরা। ৭৫ মিনিটে হ্যাট্রিক করে দলের জয় নিশ্চিত করেন লুকম্যান।

অ্যাডেমোলা লুকম্যান
অ্যাডেমোলা লুকম্যানছবি - ইউরোপা লিগের এক্স হ্যান্ডেল

একদিকে যেমন লেভারকুসেনের জয় থামালো আটালান্টা, অন্যদিকে ৬১ বছর পর কোনও ট্রফি জিতলো আটালান্টা। ম্যাচ জয়ের নায়ক লুকম্যান বলেন, 'গত কয়েক বছরে আমরা আটালান্টাকে এক নতুন স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। দলের সাথে সাথে আমি নিজেকেও উন্নত করার চেষ্টা করেছি। আমি সন্তুষ্ট। তবে এটা সবে শুরু। এই ধরণের খেতাব আরও জিততে চাই'।

লেভারকুসেনের কোচ আলোনসো বলেন, পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা খেলতে পারিনি আমরা। আমাদের সেরা পর্যায়ে ছিলাম না। হেরে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক। তবে এই হার থেকেও আমাদের শিখতে হবে। আমরা ফের নিজেদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো।

UEFA Europa League: লুকম্যানের হ্যাট্রিকে স্বপ্নের দৌড় থামলো লেভারকুসেনের! চ্যাম্পিয়ন আটালান্টা
East Bengal: ইমামি নয়, ইস্টবেঙ্গলের মহিলা দলের দায়িত্ব নেবে শ্রাচি!
UEFA Europa League: লুকম্যানের হ্যাট্রিকে স্বপ্নের দৌড় থামলো লেভারকুসেনের! চ্যাম্পিয়ন আটালান্টা
BAN vs USA: পূর্ণ শক্তির দল নামিয়েও হার বাংলাদেশের! টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জয় আমেরিকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in