BAN vs USA: পূর্ণ শক্তির দল নামিয়েও হার বাংলাদেশের! টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জয় আমেরিকার

People's Reporter: ক্রিকেটে নতুন প্রতিপক্ষের কাছে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলো বাংলাদেশ।
বাংলাদেশকে হারালো মার্কিন যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে হারালো মার্কিন যুক্তরাষ্ট্রছবি - আইসিসির এক্স হ্যান্ডেল

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট দল। টি-২০ ক্রিকেটে নতুন প্রতিপক্ষের কাছে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলো বাংলাদেশ।

এবারের টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। তার আগে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ। মঙ্গলবার ছিল সিরিজের প্রথম ম্যাচ।

মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১৫৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩৪ রানে পর পর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লিটন দাসরা। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে ভারতের প্রতিবেশী দেশ। হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৮ রান। এছাড়া মহমুদুল্লাহ করেন ৩১। রান আউট হয়ে ফিরতে হয় শাকিব আল হাসানকে (৬)।

জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৫৬ রান করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। শেষের দিকে হার্মিত সিং-র দুরন্ত ব্যাটিং জয় এনে দেয় আমেরিকাকে। তিনি ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

এই হারে অনেকেই বাংলাদেশকে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন আমেরিকার কাছেই হেরে যাচ্ছে তাহলে বাকি দলগুলোর কাছে কী করবে? আবার কেউ লেখেন, বিশ্বকাপের আগে দলের এমন অবস্থা! বিশ্বকাপে যে কী হবে?

বাংলাদেশকে হারালো মার্কিন যুক্তরাষ্ট্র
T-20 World Cup 2024: বিশ্বকাপের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, দেখুন একনজরে
বাংলাদেশকে হারালো মার্কিন যুক্তরাষ্ট্র
IPL 2024: ১২ বছর পর ট্রফির স্বপ্ন, ফাইনালে উঠে কী বললেন নাইট অধিনায়ক শ্রেয়স?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in