

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট দল। টি-২০ ক্রিকেটে নতুন প্রতিপক্ষের কাছে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলো বাংলাদেশ।
এবারের টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। তার আগে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ। মঙ্গলবার ছিল সিরিজের প্রথম ম্যাচ।
মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১৫৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩৪ রানে পর পর দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লিটন দাসরা। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে ভারতের প্রতিবেশী দেশ। হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৮ রান। এছাড়া মহমুদুল্লাহ করেন ৩১। রান আউট হয়ে ফিরতে হয় শাকিব আল হাসানকে (৬)।
জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৫৬ রান করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। শেষের দিকে হার্মিত সিং-র দুরন্ত ব্যাটিং জয় এনে দেয় আমেরিকাকে। তিনি ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
এই হারে অনেকেই বাংলাদেশকে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন আমেরিকার কাছেই হেরে যাচ্ছে তাহলে বাকি দলগুলোর কাছে কী করবে? আবার কেউ লেখেন, বিশ্বকাপের আগে দলের এমন অবস্থা! বিশ্বকাপে যে কী হবে?
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন