UCL: চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোতে কারা? দেখে নিন কবে অনুষ্ঠিত হচ্ছে ড্র

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যে আটটি দল: নাপোলি, এফসি পোর্তো, বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকা।
UCL: চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোতে কারা? দেখে নিন কবে অনুষ্ঠিত হচ্ছে ড্র
ছবি - উয়েফা
Published on

চূড়ান্ত হয়ে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬-এর সবকটি দল। হাড্ডাহাড্ডি গ্রুপ পর্বের লড়াইয়ের পর যে ১৬টি দল শেষ হাসি হেসেছে তাদের একনজরে দেখে নেওয়া যাক।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যে আটটি দল: নাপোলি, এফসি পোর্তো, বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকা।

গ্রুপ রানার আপ হয়েছে যে আটটি দল: লিভারপুল, ফ্রাংকফুর্ট, ক্লাব ব্রুশ, ইন্টার মিলান, লাইপজিগ, এসি মিলান, বুরুশিয়া ডর্টমুন্ড এবং প্যারিস সাঁ জার্মেইন।

শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে কবে?

৭ নভেম্বর, সোমবার ভারতীয় সময় বিকাল সাড়ে চারটায় সুইজারল্যান্ডে উয়েফার হেড কোয়ার্টারে অনুষ্ঠিত হবে এই ড্র।

কেমন ভাবে দল বিভাজন হবে ড্র-তে?

নিয়ম অনুযায়ী আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল রানার্স আপ আটটি দলের যে কোনো একজনের বিপক্ষে শেষ ষোলোতে খেলবে। তবে একই ঘরোয়া লীগের দুই দল এই রাউন্ডে একে অপরের বিপক্ষে নামতে পারবে না। অর্থাৎ লিভারপুল চেলসি, টটেনহ্যাম বা ম্যান সিটির বিপক্ষে খেলবে না। লিভারপুলের প্রতিপক্ষ হবে নাপোলি, পোর্তো, বায়ার্ন, রিয়াল কিংবা বেনফিকার মধ্যে কোনো এক দল। একইভাবে বুরুশিয়া বা ফ্র্যাঙ্কফুর্ট খেলবে না বায়ার্নের বিপক্ষে।

রাউন্ড-১৬ তে প্রতিটি দলই একটি অ্যাওয়ে ম্যাচ এবং একটি হোম ম্যাচ খেলবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৪-১৫ তারিখ এবং ২১-২২ তারিখে রাউন্ড-১৬-র প্রথম লেগ খেলা হবে। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে মার্চের ৭-৮ এবং ১৪-১৫ তারিখে।

UCL: চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোতে কারা? দেখে নিন কবে অনুষ্ঠিত হচ্ছে ড্র
T-20 World Cup 22: 'ভুয়ো ফিল্ডিং' নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, বিরাটকে 'প্রতারক'ও বললো বাংলাদেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in