UCL : আজ থেকে শুরু চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, কোন দলের সামনে কেমন সমীকরণ?

দ্বিতীয় লেগের ম্যাচ মানেই মরণ বাঁচন। তাই আজ কিক অফের আগে দেখে নেওয়া যাক প্রথম লেগের ভিত্তিতে কোন দল কীভাবে দাঁড়িয়ে রয়েছে।
UCL : আজ থেকে শুরু চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, কোন দলের সামনে কেমন সমীকরণ?
ছবি - উয়েফা

মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লীগ। আজ দিবাগত রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ-চেলসি এবং নাপোলি-এসি মিলান। আগামীকাল অনুষ্ঠিত হবে বেনফিকা - ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ - ম্যানচেস্টার সিটির ম্যাচ। দ্বিতীয় লেগের ম্যাচ মানেই মরণ বাঁচন। তাই আজ কিক অফের আগে দেখে নেওয়া যাক প্রথম লেগের ভিত্তিতে কোন দল কীভাবে দাঁড়িয়ে রয়েছে। শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য কোন দলের সমীকরণ কেমন।

রিয়াল মাদ্রিদ - চেলসি: চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন ফ্র্যাঙ্ক ল্যামপার্ড। তাঁর অধীনে স্ট্যামফোর্ড ব্রিজে নামবে ব্লুজরা। তবে সম্প্রতি একদমই ছন্দে নেই ইংলিশ প্রিমিয়ার লীগের দলটি। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ২-০ গোলে হেরে এসেছে তারা। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য চেলসিকে এই ম্যাচ জিততে হবে ৩ গোলের ব্যবধানে। আর ম্যাচের অ্যাগ্রিগেট যদি সমতায় শেষ হয়, তখন দেখা যাবে টাইব্রেকার।

নাপোলি - মিলান: দুই ইতালিয়ান ক্লাবের লড়াইয়ে প্রথম লেগে জয় তুলে নিয়েছে মিলান। ১-০ গোলে এগিয়ে রয়েছে তারা। তবে সম্প্রতি যে ছন্দে রয়েছে নাপোলি, তাতে মিলানের জন্য কোনোরকম স্বস্তিজনক স্কোর নয় এটি। এই ম্যাচে চলবে হাড্ডাহাড্ডি লড়াই।

বেনফিকা-ইন্টার মিলান: লিসবনে প্রথম লেগের ম্যাচে বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে এসেছে ইন্টার। সেমিফাইনালের দিকে এক পা একপ্রকার বাড়িয়েই রেখেছেন রোমেলু লুকাকুরা। সান সিরোতে ড্র করলেই শেষ চার নিশ্চিত।

বায়ার্ন মিউনিখ- ম্যানচেস্টার সিটি: ম্যান সিটি নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে জিতেছে ৩-০ ব্যবধানে। সেমিফাইনালের জন্য গার্দিওলাদেরই ফেভারিট ধরা হচ্ছে। তবে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন যে কোনো সময়ই ম্যাচের ছবি বদলে দিতে পারে। এই ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা সমর্থকদের মধ্যে।

UCL : আজ থেকে শুরু চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, কোন দলের সামনে কেমন সমীকরণ?
IPL 2023 : আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ, ম্যাচ ফী-র দশ শতাংশ জরিমানা করা হলো কোহলির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in