
সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচেই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিরাট কোহলির বিরুদ্ধে। যে কারণে ম্যাচ ফীর দশ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। বিরাটও তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন।
বিরাট কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২- এর অধীনে লেভেল ওয়ান অপরাধে অভিযুক্ত হন। ঠিক কি কারণে ম্যাচ রেফারি তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তা স্পষ্ট করে জানানো না হলেও, অনুমান করা হচ্ছে শিবম দুবের আউটের পর বিরাট কোহলি যেভাবে আগ্রাসী মেজাজে সেলিব্রেশন করেন তার কারণেই লেভেল ওয়ান কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে।
ঠিক এই একই ধরনের জরিমানা করা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনার হৃতিক শোকিনের উদযাপন এবং পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার সাথে মাঠে ঝগড়ার কারণে।
গতকাল ২৭ বলে ৫২ রানের এক মজবুত ইনিংস খেলেন শিবম দুবে। ওয়েন পার্নেল দুবের উইকেট নেওয়ার পর বেশ আগ্রাসী মেজাজে ধরা দেন কোহলি। চেন্নাই সুপার কিংসের হয়ে এদিন ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছিল সিএসকে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত লড়াই করেও ৮ রানে ম্যাচ হেরে যায় ব্যাঙ্গালোর। বিরাট কোহলি মাত্র ৬ রান করেই ফিরে যান। আরসিবির হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (৭৬) এবং ফাফ ডু প্লেসি (৬২)।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন