UCL: শুরু হচ্ছে শেষ আটের লড়াই, আজ রাতেই গার্দিওলার সিটির মুখোমুখি টুখেলের বায়ার্ন

একসময় জার্মানির সবচেয়ে বড় ম্যাচ বায়ার্ন মিউনিখ বনাম বুরুশিয়া ডর্টমুন্ডের লড়াইয়ে একে অপরের বিপক্ষে থাকতেন গার্দিওলা এবং টুখেল। টুখেল এখন বাভেরিয়ানদের ম্যানেজার।
ম্যানচেস্টার সিটি বনাম বায়ার্ন মিউনিখ
ম্যানচেস্টার সিটি বনাম বায়ার্ন মিউনিখফাইল চিত্র

চ্যাম্পিয়নস লীগের শেষ আটের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। দিবাগত রাত সাড়ে বারোটায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে টমাস টুখেলের বায়ার্ন মিউনিখের। গার্দিওলা এবং টুখেল- এই দুই ট্যাকটিক্যাল ওস্তাদের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। এছাড়াও একই সময়ে বেনফিকার বিরুদ্ধে নামছে ইন্টার মিলান।

একসময় জার্মানির সবচেয়ে বড় ম্যাচ বায়ার্ন মিউনিখ বনাম বুরুশিয়া ডর্টমুন্ডের লড়াইয়ে একে অপরের বিপক্ষে থাকতেন গার্দিওলা এবং টুখেল। টুখেল এখন বাভেরিয়ানদের ম্যানেজার। অন্যদিকে পেপ গার্দিওলার অধীনে ঘোড়ার মতো ছুটছে সিটিজেনরা। এই ম্যাচে যে ফুটবল ভক্তদের জন্য ট্যাকটিকসের যুদ্ধ অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত গার্দিওলা এবং সিটি একে অপরের বিপক্ষে ১০ বার মুখোমুখি হয়েছেন গার্দিওলা এবং টুখেল। যার মধ্যে পাঁচবার জয় পান গার্দিওলা এবং চারবার টুখেল। একটি ম্যাচ অমিমাংসীত থাকে।

২০১১ সাল থেকে চ্যাম্পিয়নস লীগে একে অপরের বিপক্ষে মোট ৬ বার মাঠে নেমেছে বায়ার্ন এবং সিটি। যার মধ্যে বায়ার্ন জিতছে তিনটি ম্যাচ এবং সিটি জিতেছে তিনটি ম্যাচ।

উয়েফা চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয়ের খুব কাছে গিয়েও পেরে উঠছেন না গার্দিওলার দল। সিটিকে এক ফাইনালে তুললেও সেখানে হেরেছিলেন প্রিমিয়ার লীগের আরেক দল চেলসির কাছে। সেবার চেলসির ডাগ আউটে ছিলেন টমাস টুখেল। সেই টুখেলই এখন বায়ার্নের ডাগ আউটে। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ শিরোপাধারী বায়ার্নের বাধা টপকে এবার সেমিফাইনালে জায়গা করে নিতে মরিয়া পেপ গার্দিওলার দল। সেই সঙ্গে পেপও মরিয়া চ্যাম্পিয়ন্স লীগ জিততে। সিটি তাদের ঘরের মাঠ এতিহাদে কি প্রথম লেগে জয় ছিনিয়ে নিতে পারবে? নাকি শেষ হাসি হাসবে বায়ার্ন। অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

ম্যানচেস্টার সিটি বনাম বায়ার্ন মিউনিখ
IND vs AFG: টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের পরেই ভারত সফরে আসছে আফগানিস্তান!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in