

ভারত সফরে আসছে আফগানিস্তান। চলতি বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের পর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হবে একটি ছোটো সিরিজ। ২০১৮ সালে আফগানিস্তান এবং ভারত ব্যাঙ্গালুরুতে একটি মাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচেই টেস্ট অভিষেক ঘটেছিল আফগানিস্তানের। এরপর আর দুই দেশ কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। দীর্ঘ পাঁচ বছর পর ফের দুই দেশ একে অপরের বিপক্ষে খেলতে নামবে।
বিসিসিআই-এর এক সূত্র মারফত জানা গিয়েছে, জুন মাসে সংক্ষিপ্ত সফরে ভারতে আসবে আফগানিস্তান। ৭ জুন থেকে ১১ জুন ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। এর পরেই ভারত সফরে আসতে পারে আফগানরা। যদিও বিসিসিআই-এর তরফ থেকে অফিসিয়ালি এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম ইন্ডিয়া। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তার আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হবে বলে অনুমান করা হচ্ছে। দুই বোর্ডের তরফ থেকে শীঘ্রই আসতে পারে এই সিরিজের সূচী।
আফগানিস্তান শেষবার ভারত সফরে আসে ২০১৮ সালের জুন মাসে। ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলে তারা। সেই ম্যাচে ইনিংস সহ ২৬২ রানে হেরে যায় আফগানরা। দীর্ঘ পাঁচ বছর পর ফের একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে চলেছে দুই দল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন