UCL: দু'গোলে পিছিয়ে পড়ার পর পাঁচ গোল! লিভারপুলের ঘরের মাঠেই দুরন্ত জয় রিয়াল মাদ্রিদের

অ্যানফিল্ড থেকে ৫-২ গোলে জয় নিয়ে কোয়ার্টারের রাস্তা সহজ করে ফেরে রিয়াল মাদ্রিদ।
গোলের পর উচ্ছ্বাস বেনজেমার
গোলের পর উচ্ছ্বাস বেনজেমারছবি - করিম বেনজেমার ট্যুইটার হ্যান্ডেল

দুর্দান্ত ফুটবল উপহার দিল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুতেই দু'গোলে পিছিয়ে পড়ার পর পাঁচ গোল করে এল কার্লো আনচেলত্তির দল। মনে রাখার মতো এই জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে এক পা বাড়িয়েই রাখলো স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে এদিন জোড়া গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা। একটি গোল করেছেন এডার মিলিটাও।

নিজেদের ঘরের মাঠে খেলা শুরুর সাথে সাথেই আক্রমণ শুরু করে লিভারপুল। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি য়ুর্গেন ক্লপদের। লেফট উইং দিয়ে ভিতরে ঢুকে বক্সের ভেতর গোলের ঠিকানা লেখা পাস দেন মহম্মদ সালাহ। আর সেই পাসে ব্যাকফ্লিক করে ম্যাচের চার মিনিটেই বল জালে জড়ান ডারউইন নুনেজ।

লিভারপুলকে দ্বিতীয় গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিটের মাথায় থিবো কোর্তোয়ার ভুলে রিয়ালের জাল খুঁজে নেয় সালাহর বল। সতীর্থের থেকে পাস পেয়েছিলেন থিবো। বুকে রিসিভ করলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সামনেই ছিলেন সালাহ। চলতি বলে শট নিয়ে গোল করেন ইজিপ্ট মহাতারকা।

প্রথমার্ধের শুরুতেই লিভারপুল ২-০ গোলে এগিয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন, ম্যাচ একপেশে হতে চলেছে। সবকিছু যখন লিভারপুলের দিকেই ঝুঁকছে তখন স্রোতের বিপরীতে গিয়ে আকস্মিক এক গোল করে বসেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। বক্সের সামান্য ভেতর থেকে ডান পায়ের বাঁকানো শটে অ্যালিসনকে পরাস্ত করেন তিনি। এরপর ৩৬ মিনিটে থিবো কোর্তোয়ার মতোই একটি ভুল করে বসেন অ্যালিসন। অ্যালিসনের পাস ব্লক করে গোল করেন ভিনিসিয়াস। অ্যানফিল্ডে অক্সিজেন ফিরে পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধ ২-২ গোলে শেষ হলেও দ্বিতীয়ার্ধে লিভারপুলকে শাসন করে জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৪৭ মিনিটে বাম কর্নারের দিকে একটি ফ্রিকিক পায় বেনজেমারা। মদ্রিচের আলতো ফ্রিকিকে লিভারপুলের জোনাল মার্কিং ছাড়িয়ে রান নেওয়া এডার মিলিটাও মাথা ছুঁইয়ে গোল করেন। ৩-২ গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর আনচে ব্রিগেডকে আটকানোর সমস্ত সমীকরণ ব্যর্থ হয় ক্লপের।

৫৫ মিনিটের মাথায় ম্যাচে নিজের প্রথম এবং রিয়াল মাদ্রিদের হয়ে চতুর্থ গোলটি করেন দলের হৃদপিন্ড করিম বেনজেমা। ফরাসি তারকা আরও একটি গোল করেন এই গোলের মিনিট ১২ পর। ভিনিসিয়াসের পাশ থেকে বল পেয়ে অ্যালিসনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন তিনি। অ্যানফিল্ড থেকে ৫-২ গোলে জয় নিয়ে কোয়ার্টারের রাস্তা সহজ করে ফেরে রিয়াল মাদ্রিদ।

গোলের পর উচ্ছ্বাস বেনজেমার
লোকেশ রাহুলকে নিয়ে মুখ খুললেন দ্রাবিড়, ইন্দোরে কি সুযোগ পাবেন তিনি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in