UCL: চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ, এসি মিলান

চ্যাম্পিয়নস লীগের ইতিহাসের সবচেয়ে সফল এই দুই দল এবার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী
Published on

উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান। প্রথম লেগে এগিয়ে থাকা রিয়াল সহজেই পা রাখলো সেমিফাইনালে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ২-০ গোলে হারিয়ে ৪-০ এগ্রিগেটে জয় তুলে নিয়েছে রিয়াল। অন্যদিকে দ্বিতীয় লেগে ড্র করলেও প্রথম লেগে এগিয়ে থাকা মিলানও সেমির টিকিট কেটেছে। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসের সবচেয়ে সফল এই দুই দল এবার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে।

চ্যাম্পিয়নস লীগের মঞ্চে বরাবরই ফেভারিট রিয়াল মাদ্রিদ। এবারও তাই। প্রথম লেগে করিম বেনজেমা এবং মার্কো অ্যাসেনসিওর গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এদিন চেলসির ঘরের মাঠেও দাপট জারি রাখলো কার্লো আনচেলত্তির দল। গোলশূন্য ভাবে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে রিয়ালকে ম্যাচ জেতান ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

অন্যদিকে, অল ইতালিয়ান কোয়ার্টার ফাইনালে নাপোলিকে আটকালো মিলান। ইতালিয়ান লীগ সিরি আতে শিরোপা জয়ের দোরগোড়ায় রয়েছে নাপোলি। দুর্দান্ত ছন্দে রয়েছে তারা। তবে চ্যাম্পিয়নস লীগে দাপট দেখালো মিলান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর গতকাল ১-১ ব্যবধানে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করেছে সান সিরোর দলটি।

এদিন মিলান এবং নাপোলি দুই দলই একটি করে পেনাল্টি মিস করে। ২২ মিনিটে পেনাল্টি পায় মিলান। অলিভার জিরু স্পট-কিক নিতে গিয়ে ব্যর্থ হন। আবার ৮২ মিনিটে পেনাল্টি পায় নাপোলি। পেনাল্টি থেকে গোল করতে পারেননি কিভিচা কাভারৎস্কিয়া। মিলানের হয়ে গতকাল একটিমাত্র গোল করেছেন অলিভার জিরু। নাপোলির হয়ে গোল করেন ভিক্টর ওসিমেন।

ছবি - প্রতীকী
BCCI: চুক্তির থেকে একটি ম্যাচ বেশি সম্প্রচার, স্টারকে ৭৮.৯০ কোটি টাকা ছাড় দিল বিসিসিআই

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in