UCL : দ্বিতীয় লেগে ড্র করেই সেমিফাইনালে ম্যান সিটি, ইন্টার মিলান

প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকা সিটি সেমিতে পৌঁছেছে ৪-১ এগ্রিগেটে এবং ইন্টার প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে ৫-৩ এগ্রিগেট নিয়ে সেমিতে।
UCL : দ্বিতীয় লেগে ড্র করেই সেমিফাইনালে ম্যান সিটি, ইন্টার মিলান
ছবি সৌজন্যে - উয়েফা

প্রথম লেগে এগিয়ে থাকা ম্যান সিটি এবং ইন্টার মিলান পৌঁছে গেল উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে। দ্বিতীয় লীগে বায়ার্ন বা বেনফিকার কেউই কামব্যাকের গল্প লিখতে পারলো না। দুটি ম্যাচই শেষ হয়েছে ড্র-তে। আলিয়াঞ্জ এরিনায় ১-১ গোলে ড্র হয়েছে বায়ার্ন - ম্যান সিটির ম্যাচ। সান সিরোতে ইন্টার - বেনফিকার ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলে। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকা সিটি সেমিতে পৌঁছেছে ৪-১ এগ্রিগেটে এবং ইন্টার প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে ৫-৩ এগ্রিগেট নিয়ে সেমিতে।

গতরাতে ছ'বারের চ্যাম্পিয়ন বায়ার্নের ঘরের মাঠে খেলতে এসে ৩৫ মিনিটে পেনাল্টি উপহার পেয়েও তা কাজে লাগাতে পারেনি ম্যান সিটি। স্পট-কিক নিতে গিয়ে মিস করেন আর্লিং হলান্ড। তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি নরওয়েজিয়ান স্ট্রাইকারকে। ৫৭ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে বায়ার্নের জাল খুঁজে নেন তিনি। চ্যাম্পিয়নস লীগের চলতি মরশুমে এটি হলান্ডের ১২ তম গোল। বায়ার্ন শেষের দিকে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করলেও তা সান্ত্বনাসূচকই থেকে যায়।

অন্যদিকে, বেনফিকা এবং ইন্টারের ম্যাচ বেশ নাটকীয় ভাবেই শেষ হয়েছে বলে বলা যায়। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকা ইন্টার সান সিরোতেও শুরু থেকে দাপট দেখায়। ১৪ মিনিটে নিকোলা বারেল্লার গোলে ব্যবধান বাড়ায় মিলান। ৩৮ মিনিটে অবশ্য আর্সেনসের গোল করে বেনফিকাকে সমতা এনে দেন এই ম্যাচে। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে লউটারো মার্টিনেজ এবং ৭৮ মিনিটে জোয়াকিন কোরেয়ার গোলে জয়ের দিকে এগিয়ে যায় ইন্টার। এগ্রিগেটে ৫-১ গোলে এগিয়ে যাওয়া ইতালিয়ান দলটির বিপক্ষে শেষদিকে বেনফিকা দুটি গোল পরিশোধ করলেও প্রথম লেগে এগিয়ে থাকা ইন্টার ৫-৩ এগ্রিগেটে পৌঁছে যায় সেমিতে।

২০০৩ সালে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই মিলান। ২০ বছর পর আবার সান সিরোতে হবে সেমিফাইনালের দুই লেগই। সেবার চ্যাম্পিয়নস লীগের মিলান ডার্বিতে শেষ হাসি এসেছিল এসি মিলান। এবার কি ইন্টার নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবে? অন্যদিকে, গত মরশুমের মতো এবারও সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। ৯০ ও ৯১ মিনিটে জোড়া গোল দিয়ে গতবার রিয়ালকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। এবার আনচেলত্তির দলের বিপক্ষে জয় তুলে নিতে পারবে গার্দিওলা ব্রিগেড?

UCL : দ্বিতীয় লেগে ড্র করেই সেমিফাইনালে ম্যান সিটি, ইন্টার মিলান
UCL: চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ, এসি মিলান

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in