UCL: শেষ ১৬-এর প্রথম লেগে লিলকে হারালো চেলসি, ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র জুভেন্টাসের

ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন লিলকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডের জন্য এক পা বাড়িয়ে রাখলো চেলসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেছেন কাই হাভার্টেজ এবং ক্রিশ্চিয়ান পুলিসিক।
চেলসি বনাম লিল
চেলসি বনাম লিলছবি চেলসি এফসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬ এর প্রথম লেগে ভ্লাহোভিচের গোলে জুভেন্টাস এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পারেহোর গোলে সমতা ফিরে পায় ভিয়ারিয়াল। এই ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। অন্যদিকে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন লিলকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডের জন্য এক পা বাড়িয়ে রাখলো চেলসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেছেন কাই হাভার্টেজ এবং ক্রিশ্চিয়ান পুলিসিক।

উনাই এমেরির ভিয়ারিয়ালের বিপক্ষে এদিন প্রথম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। আন্দ্রেয়াস মোলারের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লীগে অভিষেক ম্যাচে দ্রুততম গোল করেন দুসান ভ্লাহোভিচ। ১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লীগে অভিষেক ম্যাচে মাত্র ৩৭ মিনিটেই গোল করেছিলেন মোলার। ভিয়ারিয়ালের বিপক্ষে মাত্র ৩২ সেকেন্ডেই গোল করলেন জুভেন্টাসের ২২ বর্ষীয় সার্বিয়ান ফরোয়ার্ড।

ভ্লাহোভিচের গোলে শুরুতে এগিয়ে গিয়েও কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে গোল হজম করতে হয় বিয়াঙ্কোনেরিদের। ভিয়ারিয়ালকে তাদের ঘরের মাঠে সমতা এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার পারেহো। শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শেষ হয় সমতায়। পরের লেগে যে দল জিতবে, তারাই পরের রাউন্ডের টিকিট পাবে।

অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বড় জয় তুলে নিয়েছে। প্রথম লেগে ব্লুজরা এগিয়ে রয়েছে ২-০ গোলে। এদিন খেলা শুরুর ৮ মিনিটেই হাকিম জিয়েচের ক্রস থেকে গোল করে টুখেলদের এগিয়ে দেন কাই হাভার্টেজ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে এন গ'লো কন্তের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক।

চেলসি বনাম লিল
ISL: ফিরতি ম্যাচে মুম্বাই সিটি এফসি-র কাছে হার এসসি ইষ্টবেঙ্গলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in