ISL: ফিরতি ম্যাচে মুম্বাই সিটি এফসি-র কাছে হার এসসি ইষ্টবেঙ্গলের

চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের প্লে অফের আশা অনেক আগেই শেষ হয়েছে। প্রথম পর্বের ম্যাচে মুম্বই সিটি এফসিকে আটকে দেওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচে ভালো কিছু করার আশায় মাঠে নেমেছিলো লাল-হলুদরা।
মুম্বাই সিটি এফসি-র জয়ের নায়ক বিপিন সিং
মুম্বাই সিটি এফসি-র জয়ের নায়ক বিপিন সিংছবি মুম্বাই সিটি এফসি ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের প্লে অফের আশা অনেক আগেই শেষ হয়েছে। প্রথম পর্বের ম্যাচে মুম্বই সিটি এফসিকে আটকে দেওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচে ভালো কিছু করার আশায় মাঠে নেমেছিলো লাল-হলুদরা। তবে আইএসএলের মঞ্চে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় অধরাই থাকলো এসসি ইস্টবেঙ্গলের। প্রথম পর্বে গোলশূন্য ড্র করলেও মুম্বই সিটি এফসির কাছে এবার পরাস্ত হতে হয়েছে মহম্মদ রফিক, ফ্রাঞ্জো প্রসেদের। ম্যাচের ফলাফল মুম্বই সিটি এফসির পক্ষে ১-০।

ফতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্র্যাড্ডেন ইনমানের বাড়ানো ক্রস থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিপিন সিংহ। বিপিনের এই একটি মাত্র গোলের লীডই শেষ পর্যন্ত ধরে রেখে তিন পয়েন্ট তুলে নেয় মোর্তাদা ফলরা।

মরশুমের শুরুটা ভালো হলেও মাঝের দিকে লাগাতার হার ও ড্র করে অনেকটাই ব্যাক ফুটে চলে যান বোজিদার ব্যান্ডোভিচেরা। এরপর অবশ্য জয়ে ফেরে মুম্বই। তবে গত ম্যাচে জামশেদপুরের কাছে ৩-২ গোলে হারতে হয়। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে আবারও প্লে অফের লড়াইয়ে শামিল হলেন মোর্তাদা ফল, ইগোর আঙ্গুলোরা।

আজকের জয়ের পর পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে মুম্বই সিটি এফসি। ১৭ ম্যাচে ৮ টি জয় এবং ৪ টি ড্র নিয়ে ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে ব্যান্ডোভিচের দল। চলতি মরশুমে এখনও পর্যন্ত মোট ৩২ টি গোল করেছে এবং ২৬ টি গোল হজম করেছে মুম্বই। অন্যদিকে পয়েন্ট তালিকার লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৮ ম্যাচে ১০। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে লাল-হলুদেরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in