UCL: মেসিদের ঘরের মাঠেই জয় দশ জনের বায়ার্নের

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় বায়ার্ন। আলফানসো ডেভিসের বাড়ানো ক্রস থেকে পিএসজির জালে বল জড়ান কিংসলে কোম্যান।
পিএসজি বনাম বায়ার্ন ম্যাচের দৃশ্য
পিএসজি বনাম বায়ার্ন ম্যাচের দৃশ্যছবি - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্যুইটার হ্যান্ডেল
Published on

মেসিদের দুঃস্বপ্নের ফর্ম অব্যাহত। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে হারলো প্যারিস সাঁ জার্মেইন। নিজেদের ঘরের মাঠে গতকাল উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হার হজম করলো তারকা খচিত প্যারিসিয়েনরা। যার ফলে উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয়ের স্বপ্নটা সুতোয় ঝুলে থাকলো মেসি-নেইমার-এমাবাপ্পেদের। পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরলো দশ জনের বায়ার্ন।

পুরো ম্যাচেই এদিন দাপট দেখিয়ে গেল সফরকারি বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম বড় সুযোগটি পেয়েছিল বাভেরিয়ানরা। তবে জশুয়া কিমিখের জোরালো শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। প্রথমার্ধে কেবল একটিই গোলের জন্য শট নিতে পেরেছিল পিএসজি। তবে মেসির নেওয়া সেই ফ্রি কিক রক্ষণভাগেই বাধা পড়ে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় বায়ার্ন।আলফানসো ডেভিসের বাড়ানো ক্রস থেকে পিএসজির জালে বল জড়ান কিংসলে কোম্যান। শেষ পর্যন্ত এই লীডই ধরে রাখে বুন্দেশলীগা চ্যাম্পিয়নরা।

ম্যাচে মেসি, নেইমার কাউকেই নিজেদের সেরা ছন্দে পাওয়া যায়নি। এমবাপে নামার পর পিএসজি আক্রমণে কিছুটা ঝাঁজ বাড়ে। এমবাপে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নেমে দুটো গোল করে যান। তবে দুটো গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। মেসি একটি সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। তাঁর প্রচেষ্টাকে ব্যর্থ করেন বেঞ্জামিন পাভার্ড।

যোগ করা শেষ ইনজুরি সময়ে মার্চিং অর্ডার পেয়ে বেরিয়ে যেতে হয় বায়ার্নের ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডকে। দশ জনের বায়ার্নের অবশ্য এই ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি।

পিএসজি বনাম বায়ার্ন ম্যাচের দৃশ্য
'মহিলাদের IPL-এ পাকিস্তানি ক্রিকেটারদের দেখতে না পাওয়াটা দুর্ভাগ্যজনক' - উরুজ মুমতাজ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in