
মেসিদের দুঃস্বপ্নের ফর্ম অব্যাহত। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে হারলো প্যারিস সাঁ জার্মেইন। নিজেদের ঘরের মাঠে গতকাল উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হার হজম করলো তারকা খচিত প্যারিসিয়েনরা। যার ফলে উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয়ের স্বপ্নটা সুতোয় ঝুলে থাকলো মেসি-নেইমার-এমাবাপ্পেদের। পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরলো দশ জনের বায়ার্ন।
পুরো ম্যাচেই এদিন দাপট দেখিয়ে গেল সফরকারি বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম বড় সুযোগটি পেয়েছিল বাভেরিয়ানরা। তবে জশুয়া কিমিখের জোরালো শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। প্রথমার্ধে কেবল একটিই গোলের জন্য শট নিতে পেরেছিল পিএসজি। তবে মেসির নেওয়া সেই ফ্রি কিক রক্ষণভাগেই বাধা পড়ে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই এগিয়ে যায় বায়ার্ন।আলফানসো ডেভিসের বাড়ানো ক্রস থেকে পিএসজির জালে বল জড়ান কিংসলে কোম্যান। শেষ পর্যন্ত এই লীডই ধরে রাখে বুন্দেশলীগা চ্যাম্পিয়নরা।
ম্যাচে মেসি, নেইমার কাউকেই নিজেদের সেরা ছন্দে পাওয়া যায়নি। এমবাপে নামার পর পিএসজি আক্রমণে কিছুটা ঝাঁজ বাড়ে। এমবাপে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নেমে দুটো গোল করে যান। তবে দুটো গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। মেসি একটি সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। তাঁর প্রচেষ্টাকে ব্যর্থ করেন বেঞ্জামিন পাভার্ড।
যোগ করা শেষ ইনজুরি সময়ে মার্চিং অর্ডার পেয়ে বেরিয়ে যেতে হয় বায়ার্নের ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডকে। দশ জনের বায়ার্নের অবশ্য এই ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন