U-19 Asia Cup: দুরন্ত শতরান হরনূরের ব্যাটে, আয়োজকদের নাস্তানাবুদ করে অভিযান শুরু ভারতের

আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীকে নাস্তানাবুদ করে ১৫৪ রানের বড় জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ১২৮ রানেই অল আউট হয়ে যায় ইউএই।
হরনূর সিং
হরনূর সিংছবি BCCI-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

জয় দিয়েই অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের অভিযান শুরু করলো ভারতের যুব ক্রিকেট দল। আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীকে নাস্তানাবুদ করে ১৫৪ রানের বড় জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ১২৮ রানেই অল আউট হয়ে যায় ইউএই। ভারতীয়দের হয়ে ব্যাট হাতে শতরান করেন ওপেনার হরনূর সিং। অর্ধশতরান আসে অধিনায়ক যশ ধুলের ব্যাটেও।

দুবাইয়ে এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় আয়োজক ইউএই। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার অংক্রিশ রঘুবংশীকে(২)হারিয়ে ফেলে ভারত। তবে এরপর প্রাথমিক ধাক্কা কাটিয়ে সুন্দর ভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শেখ রাশিদ এবং হরনূর সিং। দলগত স্কোর, ৯৫ রানের মাথায় রাশিদ ৩৫ রান করে ফিরে যান।

রাশিদ ফিরে যাওয়ার পর অধিনায়ক যশ ধুলের সাথে জুটি বেঁধে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান হরনূর। ১৩০ বলে ১২০ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন জলন্ধরের এই তরুণ। পাশাপাশি যশ ধুল ৬৮ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাজবর্ধন। ৬ টি বাউন্ডারি ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২৩ বলে ৪৮* রানে অপরাজিত থেকে ভারতকে নিয়ে যান ভালো জায়গায়। নির্ধারিত ৫০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে ভারত।

২৮৩ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ইউএইর হয়ে বড় রান বলতে একমাত্র ওপেনার কাই স্মিথ ৭০ বলে ৪৫ রান করেন। এছাড়া কোনো ব্যাটার ভারতীয় বোলারদের সামনে মেরুদন্ড সোজা করে দাঁড়াতেই পারেননি। ৯ ওভারে মাত্র ২৪ রান খরচ করে ৩ টি উইকেট তুলে নিয়েছেন রাজবর্ধন। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন গর্ব সাঙ্গওয়ান, ভিকি অস্টওয়াল এবং কৌশল তাম্বে।

হরনূর সিং
LaLiga: বেনজেমার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারালো রিয়েল মাদ্রিদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in