
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন একাধিক বিদেশি খেলোয়াড়। আগেই কেন উইলিয়ামসন, লিটন দাস, মুস্তাফিজুর রহমানরা দেশে ফিরে গিয়েছেন। উইলিয়ামসন চোটের কারণে ফিরলেও দুই বাংলাদেশী ক্রিকেটার ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য। এবার এই তালিকায় যোগ হলো আরও দুই ক্রিকেটারের নাম। একজন হলেন দিল্লির তারকা পেসার এনরিখ নরকিয়া এবং অন্যজন গুজরাট টাইটানসের জশুয়া লিটিল।
ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচের আগে নরকিয়ার দেশে ফিরে যাওয়া সৌরভের দলের জন্য বড় ধাক্কা। ডেভিড ওয়ার্নারদের দলের পেস বিভাগের নেতাই বলা যায় নরকিয়াকে। শনিবার রাতে তিনি দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছেন। দিল্লির তরফ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন নরকিয়া। শনিবার তিনি ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলতে পারবেন না। চলতি আইপিএলে আর নরকিয়াকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে জানানো হয়নি।
অন্যদিকে গুজরাটের হয়ে বল হাতে আগুন ঝরানো আইরিশ পেসার জশুয়া লিটিলও দেশে ফিরছেন। শনিবার আয়ারল্যান্ডের বিমান ধরেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য চলে গেলেন লিটিল। চলতি আইপিএলে আর তাঁকে পাচ্ছে না গুজরাট টাইটানস।
চলতি আইপিএলে আট ম্যাচ খেলে ৮.২০ গড়ে ৬ টি উইকেট নিয়েছেন জশুয়া লিটিল। অন্যদিকে এনরিখ নরকিয়া দিল্লির হয়ে চলতি আসরে ৮.৯০ গড়ে ৮ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন