IPL 2023: রাহুলের বদলি হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা তারকাকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস!

রাহুলের পরিবর্তে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা প্রাক্তন নাইট তারকা করুণ নায়ারকে দলে নিয়েছে লখনউ।
করুণ নায়ার
করুণ নায়ারছবি - করুণ নায়ারের ফেসবুক পেজ

চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান রাহুল। সেই চোটের কারণেই চলতি আইপিএলে আর দেখা যাবে না তাঁকে। পাশাপাশি, আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও রাহুল খেলতে পারবেন না। চলতি আইপিএলে এবার রাহুলের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করলো লখনউ সুপার জায়ান্টস। রাহুলের পরিবর্তে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা প্রাক্তন নাইট তারকা করুণ নায়ারকে দলে নিয়েছে লখনউ।

একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে করুণ নায়ারের। আরসিবি, দিল্লি ক্যাপিটালস, কিংস পাঞ্জাব, রাজস্থান রয়্যালস, এবং কেকেআরের হয়ে খেলেছেন। আইপিএলে ৭৬ টি ম্যাচ খেলে ১৪৯৬ রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দেও ছিলেন। তাই রাহুলের বদলি হিসেবে নায়ারকে দলে টেনেছে লখনউ।

লখনউ সুপার জায়ান্টস ট্যুইটে লেখে, "করুণ নায়ার, আদাব সে সওয়াগত হ্যায়।" নতুন ফ্র্যাঞ্চাইজিতে ডাক পেয়ে উচ্ছ্বসিত নায়ারও। তিনি বলেন, "সুপার জায়ান্টসে যোগ দিতে পাওয়ায় খুব খুশি আমি। আশা করব কেএল যেন দ্রুত সুস্থ হয়ে আরও ভালভাবে মাঠে ফেরে। দলের সকলের সঙ্গে দেখা করার জন্য এবং দলের হয়ে পারফর্ম করার জন্য আমি মুখিয়ে রয়েছি।"

রাহুল চোট পেয়ে মাঠ ছাড়ার পর ওই ম্যাচে লখনউকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রুনাল পাণ্ডিয়া। সূত্রের খবর, অবশিষ্ট ম্যাচ গুলিতেও লখনউয়ের অধিনায়কত্ব সামলাবেন ক্রুনাল। ৭ ই মে লখনউ তাদের পরবর্তী ম্যাচ খেলবে গুজরাটের বিপক্ষে। বর্তমানে দশ ম্যাচের পাঁচটিতে জিতে লখনউ রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

করুণ নায়ার
আমলাকে পেছনে ফেলে বড় রেকর্ড গড়লেন বাবর আজম, প্রথমবার ODI র‍্যাঙ্কিং-র শীর্ষে পাকিস্তান

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in