

মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো মারাদোনার পুত্র। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই ফুটবল মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর থেকেই মেসিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আর সেই আগুনেই কার্যত ঘি ঢাললেন মারাদোনা পুত্র। তিনি বলেন, 'যাঁরা আমার বাবার সাথে মেসিকে তুলনা করছেন তাঁরা হয় খেলা দেখেন না, নয়তো ফুটবলের কিছু বোঝেন না’। দু’জন দুই গ্রহের প্লেয়ার। তিনি এও বলেন, হ্যাঁ, অবশ্যই সৌদির কাছে হেরে যাওয়াটা আমার কাছে বিরাট ধাক্কার বিষয়। আমি ভাবতেই পারিনি আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যাবে। হার মেনে নেওয়াটা কঠিন।
পাশাপাশি মারাদোনা জুনিয়র বলেন, আমি মনে করি না বিশ্বকাপের মতো মঞ্চে মেসিরা বিপক্ষকে হালকা ভাবে নিয়েছিল। এটা ফুটবল। এখানে কখন কী হবে কেউ বলতে পারে না। ইতিহাসে এরকম অনেক ম্যাচ আছে যেখানে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী দল হেরেছে।
সূত্রের খবর, সৌদির কাছে হেরে সেই দিন হোটেলে ফিরে আর্জেন্টিনার প্লেয়াররা কেউ কারুর সাথে কথা বলেননি। এমনকি নৈশভোজও করেননি বলেই জানা যাচ্ছে। মেসিকে বলতে শোনা গেছে, মাঠে আমরা যেন মারা গিয়েছিলাম। তবে আমদের ফেরার ক্ষমতা আছে। আগামী ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে। তাঁর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পরের দুটি ম্যাচ আমাদেরকে জিততেই হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন