

ভারতীয় সময় সোমবার রাত ৯.৩০ মিনিটে ইউরোতে মুখোমুখি হবে বেলজিয়াম এবং স্লোভাকিয়া। এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে একের অন্যের বিপক্ষে খেলবে দুই দেশ। খাতায় কলমে এগিয়ে রয়েছে বেলজিয়াম। একনজরে দুই দলের কিছু খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
এখনও পর্যন্ত তিনবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে দুই দেশ। ২০০২ সালে বেলজিয়াম এবং স্লোভাকিয়ার ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হয়। ২০০৬ সালেও একই ব্যবধানে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল। তবে ২০১৩ সালে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় বেলজিয়াম। বলে রাখা ভালো ২০১৩ সালের তুলনায় বর্তমান বেলজিয়াম দল আরও শক্তিশালী হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের জেতার সম্ভাবনা বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বেলজিয়ামের অন্যতম শক্তি হলো কেভিন ডি ব্রুইনের মতো দক্ষ একজন ফুটবলার। ২০১৪ ফুটবল বিশ্বকাপ থেকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ইউরোপিয়ন প্লেয়ার হিসেবে সবথেকে বেশি অ্যাসিস্ট করেছেন। তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৯টি।
অন্যদিকে স্লোভাকিয়াকে চিন্তায় রাখছে তাদের ডিফেন্স। পরিসংখ্যান বলছে শেষ দুটি ইউরোতে স্লোভাকিয়া ১৩ গোলের মধ্যে ৭টি গোল হজম করেছে শুধুমাত্র সেট পিস থেকে। রক্ষণভাগকে তাই আরও বেশি সতর্ক করছেন কোচ।
অন্যদিকে গ্রুপ ই-র আরেকটি ম্যাচে মুখোমুখি হবে রোমানিয়া এবং ইউক্রেন। ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচটি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন