

মণিপুরে অশান্তি এখনও অব্যাহত রয়েছে। এই অবস্থায় আসন্ন ১৩৩তম ডুরান্ড কাপের ম্যাচ সেখানে করা অসম্ভব।
ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা বলেছেন, "গত বছর মণিপুরে সাফল্যের সঙ্গে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজন করেছিলাম। কিন্তু এবার সেখানকার যা পরিস্থিতি তাতে কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে আমরা নিশ্চিত পরের বছর আবার মণিপুরে ডুরান্ডের ম্যাচ আয়োজন করতে পারব।"
গত বছর মণিপুরের ইম্ফলে ডুরান্ড কাপ উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিযোগিতার ১০টি ম্যাচ হয়েছিল সেখানে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মণিপুরেরই দু’টি দল নেরোকা এফসি ও ট্রাউ এফসি। সেই প্রতিযোগিতা দেখার জন্য রাজ্যের সমস্ত সরকারি অফিস ও স্কুলে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল মণিপুর সরকার। এবারও ডুরান্ড কাপ উদ্বোধন হওয়ার কথা ছিল ইম্ফলে। কিন্তু হচ্ছে না ।
আগামী ৩ আগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে আসামের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে খেলবে নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। ৩ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর অবধি হবে ডুরান্ড কাপ। আসামের কোকড়াঝাড় এবং মেঘালয়ের শিলং-এও ডুরান্ড কাপের ম্যাচগুলি আয়োজন করা হবে বলে জানা গেছে। গতবারের থেকে এবারে প্রতিযোগিতায় দলের সংখ্যা বেড়েছে। গতবার ২০টি দল নিয়ে আয়োজিত হয় ডুরান্ড কাপ। এবার ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন