Kalinga Super Cup: চাপ ইস্টবেঙ্গলের ওপরই থাকবে, ডার্বির আগে মত বাগান কোচের

People's Reporter: প্রথম দলের মোট ৮ জনকে ছাড়াই ডার্বি খেলতে নামতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।
প্র্যাকটিসে বাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা
প্র্যাকটিসে বাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডাছবি - মোহনবাগান সুপার জায়ান্টের
Published on

শুক্রবার সুপার কাপ ডার্বিতে কিছুটা ব্যাকফুটে থেকে শুরু করছে মোহনবাগান। কারণ সবুজ মেরুনের প্রথম সারির সাত জন প্লেয়ার জাতীয় দলে এশিয়ান কাপ খেলতে গেছেন। এদিকে চোটের কারণে নেই আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদও। যদিও সুস্থ থাকলেও সামাদকে পেত না সবুজ-মেরুন। কারণ ভারতীয় দলে নাম ছিল তাঁর। সেই সঙ্গে দেশের হয়ে খেলতে যাওয়া মনবীর সিং, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বসু, বিশাল কাইতদেরও পাবে না মোহনবাগান।

প্রথম দলের মোট ৮ জনকে ছাড়াই ডার্বি খেলতে নামতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। একইসঙ্গে দলের নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের রেজিস্ট্রেশন না হওয়ায় তিনি ডাগআউটে থাকতে পারবেন না। বাইরে থেকে তাঁর নির্দেশ যদিও যাবে ফুটবলারদের কাছে।

তবে হাবাস জানান, "কলকাতা আমার নিজের শহরের মতো। আবার ফিরতে পেরে আমি খুবই খুশি"। ডার্বিতে দলের অফিসিয়াল কোচ ক্লিফোর্ড মিরান্ডা সাংবাদিক সম্মেলনে জানান, "চাপ থাকবে ইস্টবেঙ্গলের উপরই। আপনারা জানেন আমাদের ন'জন প্লেয়ার নেই। অর্ধেক জাতীয় দলে, তার উপর চোট-আঘাত রয়েছে। আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি"।

তিনি আরও বলেন, "তবে যারা আছে, তাদের ওপর পূর্ণ আস্থা আছে। ফুটবলের মানের পার্থক্য হওয়াটা খেলারই অঙ্গ। তবে ফুটবলাররা চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। ওরা লড়াই করছে। আগের ম্যাচে আমরা ৯৩ মিনিটে গোল করেছি। এটাই প্রমাণ যে, আমরা লড়াই করছি। ইস্টবেঙ্গল সবাইকে পাচ্ছে। ড্র দরকার। তাই ওরা ফেভারিট হিসেবে শুরু করবে। চাপ ওদের ওপর থাকবে, আমাদের উপর নয়। চ্যালেঞ্জটা ওদেরই"।

প্র্যাকটিসে বাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা
Beighton Cup 2024: শুক্রবার থেকে শুরু হচ্ছে ১২৫তম বেটন কাপ
প্র্যাকটিসে বাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা
Khelo India: খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগ! তদন্তে আইএফএ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in