প্রথম মহিলা হকি খেলোয়াড়ের নামে নামাঙ্কিত হল স্টেডিয়াম, অনন্য সম্মান পেলেন রানি রামপাল

এমসিএফ রায়বরেলি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে 'রানি'স গার্লস হকি টার্ফ'।
মহিলা হকি খেলোয়াড়ের নামে নামাঙ্কিত হল স্টেডিয়াম
মহিলা হকি খেলোয়াড়ের নামে নামাঙ্কিত হল স্টেডিয়ামছবি - রানি রামপালের ট্যুইটার

অনন্য সম্মান পাচ্ছেন ভারতের মহিলা হকি দলের তারকা খেলোয়াড় রানি রামপাল। প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে তাঁর নামে নামাঙ্কিত হচ্ছে স্টেডিয়ামের নাম। এমসিএফ রায়বরেলি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে 'রানি'স গার্লস হকি টার্ফ'।

নিজেই সোশ্যাল মিডিয়ায় রানি গার্লস হকি টার্ফের ছবি পোস্ট করেছেন রানি। স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে তাঁর হাতেই। রানি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, "আমার আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য শব্দগুলি খুব কম বলে মনে হচ্ছে কারণ আমি শেয়ার করছি যে, হকিতে আমার অবদানকে সম্মান জানাতে এমসিএফ রায়বরেলি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে 'রানি'স গার্লস হকি টার্ফ' রাখা হয়েছে।"

আরও কৃতজ্ঞতা প্রকাশ করে রানি বলেন, "এটা আমার কাছে গর্বের ও আবেগপ্রবণ মুহূর্ত। আমিই প্রথম মহিলা হকি খেলোয়াড় যার নামে একটা স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে। আমি এটা গোটা দলকে উৎসর্গ করছি। আশা করি পরবর্তী প্রজন্ম অনুপ্রেরণা পাবে।''

এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন রানি রামপাল। তার আগে ২০২১-২২ মরসুমে বেলজিয়ামের বিরুদ্ধে মহিলা হকি প্রো লিগে শেষবার খেলেছিলেন। সেটিই ছিল দেশের জার্সিতে রানির ২৫০ তম ম্যাচ। টোকিও অলিম্পিক্সের পর থেকেই চোটের কারণে বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি তিনি।

মহিলা হকি খেলোয়াড়ের নামে নামাঙ্কিত হল স্টেডিয়াম
ইন্ডিয়ান ওয়েলস জিতে শীর্ষস্থান দখল আলকারাজের, জকোভিচকে পেছনে ফেললেন স্প্যানিশ তরুণ
মহিলা হকি খেলোয়াড়ের নামে নামাঙ্কিত হল স্টেডিয়াম
মোহনবাগান কেন ব্রাজিল, ইটালির সাথে খেলবে না? সংবর্ধনা অনুষ্ঠানে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in