মোহনবাগান কেন ব্রাজিল, ইটালির সাথে খেলবে না? সংবর্ধনা অনুষ্ঠানে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীকে বলেন, "মোহনবাগান সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য এবং মোহনবাগান ক্লাবের ডেভেলপমেন্ট করার জন্য সরকারের তরফ থেকে আরও ৫০ লক্ষ টাকা দিয়ে যাচ্ছি"।
মোহনবাগানের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
মোহনবাগানের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীছবি - মমতা ব্যানার্জির ফেসবুক পেজ

সোমবার আইএসএল ট্রফি এসে পৌঁছালো মোহনবাগান তাঁবুতে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠানের মঞ্চ থেকেই ক্লাবের জন্য ৫০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি মোহনবাগান কেন ব্রাজিল, ইটালির মতো দেশের সাথে খেলবে না তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

ভারত সেরা হয়ে ঘরে ফিরেছে প্রীতম কোটালরা। আজ মোহনবাগান ক্লাব তাঁবুতে ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। দলের সমস্ত খেলোয়াড় ও কর্মীদের জন্য মিষ্টি উপহার দেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, "আমরা গর্বিত। বাংলা আজ ভারত সেরা। সব খেলার সেরা বাংলার এই ফুটবল, প্রমাণ করে দিয়েছে মোহনবাগান ক্লাব। আগামীদিন আমি চাই মোহনবাগান বিশ্বসেরা হোক"।

তিনি আরও বলেন, "একদিন মোহনবাগান কেন ব্রাজিলের সাথে খেলবে না? একদিন মোহনবাগান কেন পোল্যান্ডের সাথে খেলবে না? একদিন মোহনবাগান কেন ইটালির সাথে খেলবে না? খেলতে হবে এবং বিশ্বজয় করতে হবে"।

মুখ্যমন্ত্রী এও বলেন, "আমি গত বছরই মোহনবাগান ক্লাবে এসেছিলাম। স্টেডিয়ামের জিনিস, লাইট সবই আমরা করে দিয়েছি। আমাদের সরকার আসার পর থেকে তিনটে ক্লাবকেই সাহায্য করেছি। মোহনবাগান সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য এবং মোহনবাগান ক্লাবের উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে আরও ৫০ লক্ষ টাকা দিয়ে যাচ্ছি"।

মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল নিয়েও মন্তব্য করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, "মোহনবাগান একটা করে জিতছে, ইস্টবেঙ্গল বেচারা ওরা ভালো করে তৈরি করতে পারেনি এবারে। আমি কারোর দোষ দিচ্ছি না। আমার কাছে সবাই সমান। যখন ওরা শুরু করেছে তখন অনেক দেরি হয়ে গেছে। ওরা টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি। কারণ ওদের আর্থিক অসুবিধা ছিল। কিন্তু মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে"।

আরও পড়ুন

মোহনবাগানের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
LaLiga: ফের এল-ক্লাসিকো জয় বার্সেলোনার, রিয়ালকে হারিয়ে শিরোপা জয়ের দোরগোড়ায় জাভির দল
মোহনবাগানের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Cristiano Ronaldo: ৩৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল রোনাল্ডোর! ট্যুইটারে ভাইরাল সেই গোলের ভিডিও

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in