রেফারির মান নিয়ে আসরে ফেডারেশন, আদৌ লাভ কী হবে!

সুপার কাপ শুরুর আগে এই বিষয় নিয়ে নড়েচড়ে বসলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ইস্টবেঙ্গল সহ এখনও পর্যন্ত ২৪টি বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ জমা পড়েছে ফেডারেশনে।
২০ মে থেকে কলকাতা লিগ শুরু হবে
২০ মে থেকে কলকাতা লিগ শুরু হবেছবি - সংগৃহীত

আইএসএল (ISL) আর আই লিগে রেফারির মান নিয়ে অসংখ্য অভিযোগ জমা পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। সেই কারণে সুপার কাপ শুরুর আগে এই বিষয় নিয়ে নড়েচড়ে বসলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ইস্টবেঙ্গল সহ এখনও পর্যন্ত ২৪টি বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ জমা পড়েছে ফেডারেশনে।

রেফারিদের নতুন বছরের শুরুতেই রেফারিং নিয়ে রিভিউ মিটিং করেন ফেডারেশন সভাপতি। সেখানে ‘ফেয়ার প্লে’র বার্তা কল্যাণ চৌবের। বলেন, ‘এখন সারা বছরই টুর্নামেন্ট। আমরা ভাগ্যবান, লাখো সমর্থক রয়েছে। প্রশাসক হিসেবে আমাদেরও ভুলের মাত্রা কমাতে হবে। মানুষ মাত্রই ভুল হয়, এই তত্ত্ব আগলে রাখলে চলবে না। বেশির ভাগ ভিডিয়োতেই দেখেছি, কিছু সিদ্ধান্তে ক্লাব-প্লেয়ার এবং লিগের ক্ষতি হচ্ছে। সমর্থকদের আবেগকে সম্মান দিয়ে এই বিষয়গুলোয় নজর দিতে হবে।'

শুধু তাই নয় রেফারিদের ট্রেনিংও দেবে ফেডারেশন কর্তারা। প্রসঙ্গত মোহনবাগান মুম্বই এফসি ম্যাচ তো বটেই ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি আর ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচেও খারাপ রেফারিং হয়েছে বলে অভিযোগ।

ইস্টবেঙ্গল ফেডারেশনকে চিঠি দিয়ে জানায়, ‘গত কয়েক মরসুমে রেফারিং নিয়ে আমরা বারবার চিঠি পাঠিয়েছি। কিন্তুব কোনও লাভ হয়নি অতীতে। কিন্তু রেফারিংয়ের মান যে ভাবে পড়ছে, তাতে ফুটবল প্রভাবিত হচ্ছে। এটা দিনের পর মেনে নিতে হচ্ছে। এ ভাবে চলতে পারে না। আইএসএলের মতো টুর্নামেন্টে এমন জঘন্য রেফারিং বন্ধ করতেই হবে।'

চিঠিতে আরও জানানো হয়েছে - 'এই রেফারিই বেঙ্গালুরু এফসি ম্যাচেও নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও ফেডারেশনের তরফে কোনও কথাই শোনা হয়নি। পেনাল্টি না দেওয়া, বিপক্ষ টিমকে পেনাল্টি উপহার দিয়ে দেওয়া, আমাদের ফুটবলারদের কার্ড দেখানো, দিনের পর দিন এর মধ্য়ে দিয়ে চরম ক্ষতি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা যদি এআইএফএফ ও এফএসডিএলের তরফে বেশি কিছু প্রত্যাশা করছি আমরা।'

২০ মে থেকে কলকাতা লিগ শুরু হবে
IND vs SA: সমতা ফেরানোর লড়াইয়ে নামছে ভারত, দলে ফিরতে পারেন জাদেজা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in